ডায়মন্ডহারবার থেকে তৃ়ণমূল কংগ্রেস সাংসদ তথা দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে চান আইএসএফ বিধায়ক (Naushad Siddiqui) নওশাদ সিদ্দিকী।
ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ গত বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চার একমাস বিধায়ক নির্বাচিত হন।
নওশাদ বলেছেন ডায়মন্ডহারবারে দলীয় সংগঠন যে ভাবে গড়ে উঠছে তাতে দল যদি দল অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচনে আমি এখানে লড়তে পারি।
সংখ্যালঘু অধ্যুষিত ডায়মন্ডহারবার থেকে নওশাদের লড়াই করার বার্তায় তীব্র আলোড়ন। মনে করা হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কোপ মারনে পারেন নওশাদ। তাকে সমর্থন করবে সিপিআইএম ও কংগ্রেস।