রাজ্য রাজনৈতিক মহলের তীব্র চর্চা মমতার মতোই মীনাক্ষী মুখার্জির জনমোহিনী ইমেজ তৈরি হয়েছে। এই বার্তা ঠারেঠোরে স্বীকার করছে সিপিআইএম। ফলে মীনাক্ষীর স্বচ্ছ ইমেজে হাতিয়ার করে জনতার ঢল নামাতে মরিয়া সিপিআইএম। শূন্য থেকে কতটা CPIM কে কতটা তুলে আনতে পারবেন বাম যুব নেত্রী তার পরীক্ষা শুরু হবে ইনসাফ যাত্রা দিয়ে। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রোড ম্যাপ তৈরি করে ফেলতে প্রস্তুত সিপিআইএম।
শুক্রবার পথে নামছেন বাম নেত্রী তথা DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কোচবিহার থেকে এদিন ইনসাফ যাত্রা শুরু করবেন তিনি। সেই যাত্রী শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে ব্রিগেড সমাবেশ।ইনসাফ যাত্রা। মূলত রাজ্যের শিল্পায়ন আর চাকরির দাবিতে মিছিল থেকে সরব হবে সিপিএম-এর যুব সংগঠন। বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদেরও ওই যাত্রায় সামিল করতে চায় DYFI
ইন্ডিয়া জোট যাই হোক না কেন রাজ্যে যে বামেদের অবস্থান তৃণমূল-বিরোধী, তা বারবার স্পষ্ট করে দিয়েছে বাম নেতৃত্ব। সে ক্ষেত্রে রাজ্যে তৃণমূল ও বিজেপি-বিরোধী জোটে কোন অঙ্ক কষবে সিপিআইএম? সে সব খতিয়ে দেখতে হবে বৈঠক। আগামী ১০ দিনের মধ্যে এই সব হিসেব সম্পূর্ণ হবে বলে জানা যাচ্ছে। সেই বৈঠকের ফলাফল পাঠানো হবে বামফ্রন্টের বৈঠকে। সেখানে আলোচনার পরে বৈঠক হবে কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে। এছাড়া, ৩ থেকে ৫ নভেম্বর রাজ্য কমিটির যে বিশেষ অধিবেশন আছে, তা শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই সিপিআইএম প্রার্থী নিয়ে বৈঠক সারবে।