উপনির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূলের চমক। বাগদায় লড়বেন মমতাবালা ঠাকুরের (Matua Vote Bank) মেয়ে মধুপর্ণা (Matua Vote Bank)। মানিকতলায় প্রার্থী সাধনপত্নী সুপ্তি পান্ডে। চব্বিশের লড়াইয়ে হারলেও ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে। তাঁরা লড়বেন রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে।
১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। এই চারকেন্দ্রেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। এই প্রার্থী তালিকায় রয়েছে চমক। বাগদায় প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে। বাগদা আসনটি মতুয়া প্রভাবিত (Matua Vote Bank)। সেখানে দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়াদের ঠাকুর বাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের মেয়েকে প্রার্থী করে চমক দিল তৃণমূল।
বাগদায় তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা ঠাকুর। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও মতুয়াদের নানা আন্দোলনে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে থাকতেন মধুপর্ণা। সম্প্রতি বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘর ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেন মধুপর্ণা। এবার তাঁকেই মতুয়া প্রভাবিত বাগদায় লড়াইয়ে নামিয়ে দিল তৃণমূল।
রুদ্ধদ্বারে ক্রুদ্ধ দিলীপ! শুভেন্দুহীন বিজেপির বৈঠকে কি হল?
২০২১-এর বিধানসভা ভোটে বাগদা আসনে জয় পায় বিজেপি। বনগাঁ লোকসভা আসনের মধ্যে বাগদা। এবারও বনগাঁয় জিতেছে বিজেপি। বাগদা বিধানসভা আসন থেকে তারা ২০ হাজার ৪৬১ ভোটের লিড পায়। এবার উপনির্বাচনে বিজেপির হাত থেকে বাগদা ছিনিয়ে নিতে তৃণমূলের ভরসা ঠাকুরবাড়ি তরুণ এবং মহিলা মুখ মধুপর্ণা। মতুয়াদের অনেকেই চেয়েছিলেন তাঁদেরই কাউকে প্রার্থী করা হোক। তাতেই সিলমোহর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বাগদায় এবার তৃণমূলের বাজি মধুপর্ণা।
বাগদার পাশাপাশি রানাঘাটেও মতুয়া ভোট বড় ফ্যাক্টর। নদিয়া জেলায় গুরুত্বপূর্ণ মতুয়া মুখ মুকুটমণি অধিকারী। একুশের বিধানসভা ভোটে মুকুটমণিকে প্রার্থী করে বিজেপি। প্রথমবার ভোটে লড়েই রানাঘাট দক্ষিণ থেকে বিধায়ক হন। কিন্তু এবার লোকসভা ভোটের আগে ফুল বদল করেন মুকুটমণি। তৃণমূলে তাঁকেই এবার রানাঘাট লোকসভা আসনে প্রার্থী করে। কিন্তু, তিনি জিততে পারেননি। তা সত্ত্বেও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণিতেই আস্থা রাখল তৃণমূল।
শিগগির গাড়ির ট্যাঙ্ক ফুল করুন, মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল
বাগদার মতো রানাঘাট দক্ষিণ আসনটিতেও ২০২১ সালে পদ্ম ফোটে। চব্বিশের ফলের নিরিখেও রানাঘাট দক্ষিণে ৩৬ হাজার ৯৩৬ ভোটে এগিয়ে বিজেপি। এর থেকেই স্পষ্ট, রানাঘাট দক্ষিণের মুকুট পরা, তৃণমূলের মুকুটমণির কাছে কঠিন চ্যালেঞ্জ।
একুশের বিধানসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণকল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা ভোটে তাঁকেই রায়গঞ্জ আসনে প্রার্থী করে তৃণমূল। ভোটে বিজেপির কার্তিকচন্দ্র পালের কাছে হেরে যান। হেরে গেলেও আরেকটি সুযোগ পাচ্ছেন কৃষ্ণকল্যাণী। রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে তিনিই তৃণমূলের প্রার্থী।
শুভেন্দুকে ছাড়াই বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, দলে কি গুরুত্ব কমছে বিরোধী দলনেতার?
একুশের বিধানসভা ভোটে রায়গঞ্জে জয় পায় বিজেপি। চব্বিশের লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে বিজেপি লিড পেয়েছে ৪৬ হাজার ৭৩৯ ভোটের। এবার উপনির্বাচনে কী হবে। রায়গঞ্জ রায় দেবে ১০ জুলাই।
১০ জুলাই চারটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এর মধ্যে চব্বিশের ভোটে মাত্র একটি বিধানসভা আসনে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূল। সেটি কলকাতা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা। মানিকতলায় এবারের লোকসভা নির্বাচনে তিন হাজার ৫৭৫ ভোটে এগিয়ে তৃণমূল। এখানে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছেন তৃণমূলনেত্রী।