Mamata Banerjee: মহুয়ার হয়ে মমতার সভা, কতটা প্রাভাব ফেলবে ভোটবাক্সে

আসন্ন লোকসভা নির্বাচনের এবার প্রচারের ময়দানে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্র মারফৎ জানা গিয়েছে মহুয়া মৈত্রর এলাকা ধুবুলিয়ায় আগামী ৩১ মার্চ…

Mamata Banerjee

আসন্ন লোকসভা নির্বাচনের এবার প্রচারের ময়দানে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্র মারফৎ জানা গিয়েছে মহুয়া মৈত্রর এলাকা ধুবুলিয়ায় আগামী ৩১ মার্চ সভা করবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মাথায় ব্যান্ডেজ জড়িয়ে প্রশাসনিক কাজ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এমন কি নিজে আহত অবস্থায় গার্ডেনরিচের ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। তবে লোকসভা ভোটের মুখে এখনও সেভাবে দলের প্রচারে দেখা যায়নি নেত্রীকে।

গত বিধানসভা ভোটের আগেও গাড়ির দরজায় ধাক্কা লেগে পায়ে ব্যাপক চোট পেয়েছিলেন মমতা। সেই সময় ক১ল১র১ব উঠেছিল ‘ভাঙা পায়ে খেলা হবে’। এবার লোকসভা ভোটের থিক আগে মাথায় আঘাত পেতেই সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ট্রোলারদের কেউ কেউ এই ঘটনাকে নিছক ‘নাটক’ বলেও দাবি করেছিলেন। আরেকপক্ষ অবশ্য মমতা আরোগ্য কামনা করেছিলেন।

কথায় আছে তৃণমূলের প্রার্থীর জায়গায় মমতার ছাবির নীচে কলাগাছ দাঁড় করিয়ে দিলেও সেই গাছ ভোটে জয়ী হয়। তাই একথা অনেকেই স্বীকার করেন যে দলের হয়ে মমতার প্রচারে নামাটা একটা ফ্যাক্টর। বহিষ্কৃত সাংসদ মহুয়া মিত্রর পক্ষে এবার ধুবুলিয়ায় সভা করতে দেখা যেতে পারে তৃণমূল সুপ্রিমোকে।

লড়াই করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ মার্চ ব্রিগেডের সভায় প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় প্রার্থীদের নিয়ে র‍্যাম্পে হেঁটেছিলেন নেত্রী। আর এবার দলীয় প্রার্থীদের সমর্থনে জায়গায় জায়গায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কৃষ্ণনগরে ভোট আগামী ১৩ মে। সেখানে বিজেপি প্রার্থী করেছে অমৃতা রায়কে। তবে ৩১ মার্চ মমতার সভা কৃষ্ণনগরের মানুষকে অনেকটাই তৃণমূলমুখী করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মহুয়ার হয়ে মমতার সভা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে তা দেখার জন্যই অপেক্ষা করে আছে কৃষ্ণনগরের সাধারণ মানুষ।