‘টালিনালা বুজিয়ে বাড়ি বানিয়েছেন মমতা’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, টালিনালা বুজিয়ে বাড়ি বানিয়েছেন মমতা ব্যানার্জি। অথচ সেই…

coochbehar-15-panchayat-members-left-bjp-and-joined-trinamool-congress

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, টালিনালা বুজিয়ে বাড়ি বানিয়েছেন মমতা ব্যানার্জি। অথচ সেই মমতাই জবরদখলের বিরুদ্ধে বড় বড় ভাষণ (Suvendu Adhikari) দিচ্ছেন।

Advertisements

এদিন শুভেন্দু মমতাকে তোপ দেগে বলেন, আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন। মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন, ১০ বছর আগে কালীঘাটের নালা কী ছিল, আজকে কী হয়েছে, চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি।

বিজ্ঞাপন

রাজ্যের বিরোধী দলনেতার কথায়, জবরদখলকারী যদি কেউ হয়, নালা-ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, সেচপথ যদি কেউ বন্ধ করে থাকে, তাঁর নাম মমতা ব্যানার্জি, তাঁর পরিবার, আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেকটাউনে-দত্তাবাদে নিকাশি নালা বুজিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না।

সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ ও পুরসভা। দোকান সহ ফুটপাতে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তারাতলায় রাস্তার উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বেহালায় তৃণমূলের অফিসও ভেঙে দেওয়া হয়।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত জবরদখল নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তারপরই মাঠে নামে পুলিশ ও পুরসভা। গত তিনদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বেআইনি উচ্ছেদ অভিযান। তা নিয়ে অল্পবিস্তর ঝামেলাও হচ্ছে। এদিকে গতকাল সাংবাদিক বৈঠকে আপাতত এক মাস বন্ধ উচ্ছেদ অভিযান রাখার কথা জানান মমতা।

বাংলাদেশি জঙ্গি জাল পানাগড় সেনা ঘাঁটি থেকে মিজোরাম, বেঙ্গালুরুতে হামলার ছক?