Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের আগে মমতার বার্তা ‘একটা দুটো ঘটনা ঘটলে দু:খিত’

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্য জুড়ে আবাস যোজনা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি ও হামলা-গোষ্ঠিদ্বন্দ্বে জেরবার শাসকদল (TMC) তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি ঘোরতর আঁচ করে মুখ্যমন্ত্রী ও…

Mamata Banerjee

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্য জুড়ে আবাস যোজনা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি ও হামলা-গোষ্ঠিদ্বন্দ্বে জেরবার শাসকদল (TMC) তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি ঘোরতর আঁচ করে মুখ্যমন্ত্রী ও তৃ়ণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, একটা দুটো ঘটনা ঘটে থাকলে দু:খিত। যদিও এমনটা ঘটা উচিত নয়। সবাইকে সামাজিকভাবে সচেতন থাকতে হবে।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন থেকে মমতার ‘একটা দুটো ঘটনা’র বার্তা কী ইঙ্গিত করল তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। রবিবার পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে তৃ়ণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। এরপর সোমবার দলটির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘একটা দুটো ঘটনা’। দুই শীর্ষ নেতৃত্বের বার্তা বিশ্লেষণ চলছে।

সোমবার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃ়ণমূলের সাড়ে তিন লক্ষ কর্মী ২ কোটি পরিবারের কাছে যাবে বিভিন্ন কর্মসূচীতে সাহায্য করতে। তৃ়ণমূল কংগ্রেস সূত্রে খবর, দুয়ারে সরকারের মতো এবার রাজনৈতিকভাবে দুয়ারে দিদির দূত শুরু হচ্ছে। এর লক্ষ্য পঞ্চায়েত ভোটে নিবিড় জনসংযোগ।
মমতা-অভিষেক বার্তা দিলেও পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে না বলেই তৃ়ণমূলের একাংশের স্থির বিশ্বাস। নেতৃত্বের একাংশ মনে করছেন, দুর্নীতিতে জড়িত একেবারে নিচু তনার নেতাদের যেভাবে মারধর করা হচ্ছে তাতে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দল বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের দাবি গ্রামাঞ্চলের ভোট লু়ঠ করার জন্য তৃ়ণমূল মরিয়া। কারণ, সুষ্ঠু ভোট হলে তাদের পরাজয় নিশ্চিত। আবাস যোজনা দুর্নীতিতে শাসক দল সরাসরি জড়িত। গরীব মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের বিপুল টাকা লুঠ করা হয়েছে। জনতা হিসেব বুঝে নিতে মরিয়া।