পঞ্চায়েত মনোনয়নে মদন নীতিতে আস্থা তৃণমূল কর্মীদের, অভিষেক ব্রাত্য

পঞ্চায়েতে ভোটে (panchayat election) মদন নীতিতে আস্থা আর অভিষেকে অনাস্থা রাখতে শুরু করল (tmc) তৃণমূল কংগ্রেস। বিধায়ক মদন মিত্রের দাবি, ৯৮ শতাংশ পঞ্চায়েতে বিনা নির্বাচনে…

পঞ্চায়েতে ভোটে (panchayat election) মদন নীতিতে আস্থা আর অভিষেকে অনাস্থা রাখতে শুরু করল (tmc) তৃণমূল কংগ্রেস। বিধায়ক মদন মিত্রের দাবি, ৯৮ শতাংশ পঞ্চায়েতে বিনা নির্বাচনে জয় হবে। তাঁর এই দাবিকে হুমকি বলেই মনে করছে বিরোধীরা। অভিযোগ, শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার প্রথম দিনেই জেলায় জেলায় শুরু বিরোধীদের মনোনয়নে বাধা দানে সক্রিয় তৃণমূল সমর্থকরা।

শুধু বিরোধাযীদের আটকে দেওয়া নয় নিজেদের একের পর এক হামলা, গোষ্ঠিদ্বন্দ্বের জেরে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ায় অভিযুক্ত শাসকদল টিএমসি। এক ঝটকায় উড়ে গেল দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ‘ভোট হবে শান্তিপূর্ণ, বিরোধীদের মনোনয়ন জমা দিতে সমস্যা হবে না’ মন্তব্য।

রাজনৈতিক মহলের বিশ্লেষণ, মাসাধিক কাল ধরে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলা থেকে জেলা সফর করা অভিষেকের দাবিগুলো ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে পরিস্থিতির আরও অবনতি হবে বলেই আশঙ্কা।

বাঁকুড়ায় মনোনয়ন জমা করাতে এসে হামলার মুখে পালিয়ে গেলেন বিজেপি বিধায়ক। পুলিশের সামনেই বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন তৃণমূল কর্মীর বলে অভিযোগ। সিপিআইএম প্রার্থীদের দেখে সরকারি অ়ফিসের কর্মীরা টেবিল খালি করে চলে যান বলে অভিযোগ। মুর্শিদাবাদে তৃণমূলের মনোনয়ন জমা ঘিরে তীব্র বাদানুবাদ ও গোষ্ঠিবাজি দেখা গেছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চলছে বাম প্রার্থীদের বাধা দান।

উত্তরবঙ্গ থেকেও আসছে বিক্ষিপ্ত হিংসার খবর। কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় পঞ্চায়েতের মনোনয়ন জমা নিয়ে তৃ়নমূল বনাম তৃণমূলের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। কোথাও বিরোধী বাম, বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সবে শুরু। সময় যত গড়াবে তত চড়বে হিংসার পারদর। পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক সংঘাতের কারণে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।