Lok Sabha Election 2024: হেলিকপ্টারে করে টাকা পাচার? ভোটের আগে কমিশনের র‍্যাডারে অভিষেকের কপ্টার

রবিবারের পর সোমবার। ভোটের (Lok Sabha Election 2024) আগে নির্বাচন কমিশনের র‍্যাডারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। অভিষেকের কপ্টারে ঠিক কী আছে? তা…

Lok Sabha Election 2024: হেলিকপ্টারে করে টাকা পাচার? ভোটের আগে কমিশনের র‍্যাডারে অভিষেকের কপ্টার

রবিবারের পর সোমবার। ভোটের (Lok Sabha Election 2024) আগে নির্বাচন কমিশনের র‍্যাডারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। অভিষেকের কপ্টারে ঠিক কী আছে? তা জানতে আজ কপ্টারের সামনে হাজির হন কমিশন নিযুক্ত তিন আধিকারিক।

আজ, সোমবার হলদিয়ায় দলীয় কর্মসূচি রয়েছে অভিষেকের। বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়ে থাকা কপ্টারে উড়ে যাওয়ার কথা তৃণমূল নেতার। আজ দুপুর ১২টা নাগাদ সেখানে হাজির হয় নির্বাচন কমিশন নিযুক্ত তিন আধিকারিক। ওই তিনজন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্য বলে জানা গিয়েছে। তাঁদের গাড়িতে ‘ইলেকশন অন ডিউটি’ লেখা ছিল। মূলত হেলিকপ্টার পরিদর্শনের জন্য তাঁরা সেখানে যান বলে খবর।

এর আগে রবিবার অভিষেকের কপ্টারে আয়কর হানার অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে দাবি করা হয়, আয়কর দফতরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি চালান। কপ্টারের ভিতরে রাখা প্রতিটি ব্যাগ খুলে দেখেন আয়কর আধিকারিকেরা। কারণ জানতে চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আয়কর অফিসারদের বচসা বেঁধে যায়। যদিও তল্লাশিতে কিছুই পায়নি বলে দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এদিকে বঙ্গ বিজেপির দাবি, ‘ভয় পেয়েছে তৃণমূল।’

ইতিমধ্যেই কপ্টার ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে না সরিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি আইটি বিভাগের ধামাধারী আধিকারিকদের আমার চপারে তল্লাশির জন্য পাঠায়। ফলাফল শূন্য। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারেন, কিন্তু বাংলার প্রতিরোধী চেতনাকে কখনও টলানো যাবে না।’

Advertisements

আজ হলদিয়ার দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন অভিষেক। মূলত তমলুক লোকসভা কেন্দ্র নিয়েই বৈঠক করবেন তিনি। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দলের সোশাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। হলদিয়ার একটি হোটেলের কনফারেন্স রুমে নির্বাচন কমিটির ১০১ জন সদস্য সহ মোট শ’দেড়েক তৃণমূল নেতা এই বৈঠকে ডাক পেয়েছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।