Dipsita Dhar: দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করতে জানেন না, সমালোচনা দীপ্সিতার

লোকসভা ভোটের মুখে সরগরম দেশের রাজনীতি। গরমের আঁচ বাংলাতেও। ভোটের ময়দানে নেমে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত প্রার্থীরা। কোথাও দেখা যাচ্ছে সৌজন্য বিনিময় আবার কোথাও…

Dipsita Dhar

লোকসভা ভোটের মুখে সরগরম দেশের রাজনীতি। গরমের আঁচ বাংলাতেও। ভোটের ময়দানে নেমে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত প্রার্থীরা। কোথাও দেখা যাচ্ছে সৌজন্য বিনিময় আবার কোথাও হাডাহাড্ডি লড়াই। এমনই এক আলোচনা সভায় দিলীপ ঘোষকে একহাত নিলেন দীপ্সিতা ধর (Dipsita Dhar)।

দুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে ১০ জনের তৃণমূল প্রতিনিধি দল নালিশ করেন। এর আগেও নানা সময় বেলাগাম মন্তব্য করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। তবে ভোটের আগে বেফাঁস মন্তব্য করে চাপে পড়েছেন দিলীপ।

দিলীপ ঘোষ একজনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি পুরুষের মতো কথা বলুন। এক অর্থে তাতেই ক্ষেপে যান বাম যুবনেত্রী দীপ্সিতা। তিনি বলেন, দিলীপ বাবুর কথা শুনে রাগ করব না হাসব সেটাই বুঝতে পারছি না, নাকি আমার লজ্জা পাওয়া উচিত। আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় আছি যেখানে ২০২৪ সালে দাঁড়িয়েও আপনি পুরুষের মতো কথা বলুন মহিলার মতো কথা বলছেন কেন।’

দীপ্সিতা আরও বলেন, ‘যেখানে এটা মনে করা হয়, আপনি মহিলা মানে আপনি একটু কমজোর বা দুর্বল। একজন শাসক দলের নেতা যিনি এবারের নির্বাচনে লড়ছেন তিনি বুক ফুলিয়ে এ কথা মাইকে বলতে পারেন, এই আত্মবিশ্বাস আমারা ভারতীয় রাজনীতিবিদদের দিয়েছি, সেটা আমার মনে হয় খুব লজ্জার ও যন্ত্রণার।’

জোড়া শোকজের পরেও দিলীপের মুখে লাগাম টানা যাচ্ছে না বলে ইতিমধ্যেই চিন্তিত বিজেপি। চাপের মুখেও ইলেকশন কমিশনকে ‘মেসো’ বলে সম্বোধন করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কংগ্রেসের পক্ষ থেকে তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি উঠেছে। নির্বাচন কমিশন দিলীপ বিরুদ্ধে কড়া কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।