নিয়োগ দুর্নীতি (Job Corruption Case) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক দলের বহু নেতা মন্ত্রীরা এই মুহুর্তে জেলে রয়েছেন। এরই মধ্যে পাল্টা বাম আমলের নিয়োগ নিয়ে পোস্ট মর্টেমের দাবি তুলছেন শাসক দলের নেতারা৷ বৃহস্পতিবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে৷ কারণ, প্রথমে ট্যুইট করে শুভেন্দু-সুজনদের (Subhendu Adhikari and Sujan Chakraborty) বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ (Kunal Ghosh’s tweet)। এরপর একই অভিযোগ শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখেও।
বৃ্হস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পরিস্কার ভাষায় বলছি, যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-১০-এর ক্যাগ রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন। আমি তাঁদের বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই। এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না।
শিক্ষায় নিয়োগ-বিতর্ক।
দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি?
তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি?
তদন্ত হোক।
কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক।— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 23, 2023
তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী ২০১১-১২ সালে কী করেছিল দেখুন না। ডিপিএসসি-তে কী করেছিল দেখুন না। পার্থ চট্টোপাধ্যায় এই অভিযোগ যখন তুলছেন, তার আগে টুইট করে কুণাল ঘোষের অভিযোগ, শিক্ষায় নিয়োগ-বিতর্ক। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি?
তদন্ত হোক। কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক।