মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন (US Election) ঘিরে টানটান উত্তেজনা। সব রাজ্যগুলির অভ্যন্তরীণ জরিপ ও পুরো দেশের সম্নিলিত ভোট পূর্ববর্তী জনমত সমীক্ষায় কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান কমছে। এতেই উল্লসিত ট্রাম্পের ভক্তরা।
তাদের দাবি, ফের প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। তবে সমীক্ষা রিপোর্ট বলছে, কমলা হ্যারিস এগিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র চার দিন। এই মুহুর্তে জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের তরফে প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এই সমীক্ষা করেছে ফাইভ থার্টি এইট প্রতিষ্ঠান। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরিসংখ্যান বিশ্লেষণ প্রতিষ্ঠান। স্বচ্ছ ও নির্ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। সমীক্ষায় দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে।
আর মাত্র চার দিন বাকী নির্বাচনের। তবে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। প্রাক্তন প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১.৪ পয়েন্টে এগিয়ে তিনি। কমলা হ্যারিস ৪৮.১ ও ডোনাল্ড ট্রাম্প ৪৬.৭ পয়েন্ট জনসমর্থন পেয়েছেন।