বিজেপি প্রার্থীর সমর্থনে হাইভোল্টেজ জনসংযোগ অর্জুন সিংয়ের

পুরভোটকে পাখির চোখ করে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। বাঁশবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডকে ঘিরে জমে উঠেছে ভোটের লড়াই।  মঙ্গলবার বাঁশবেড়িয়া ১০ নং ওয়ার্ডে বিজেপি (BJP)…

পুরভোটকে পাখির চোখ করে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। বাঁশবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডকে ঘিরে জমে উঠেছে ভোটের লড়াই। 

মঙ্গলবার বাঁশবেড়িয়া ১০ নং ওয়ার্ডে বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বিজেপি প্রার্থী গণেশ ঘন্টাইয়ের সমর্থনে জনসংযোগে চালান। এদিন ঝুলনিয়া মোড় থেকে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে প্রচার শুরু করেন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার, রাজ্য সম্পাদক দিপাঞ্জন গুহ এবং হুগলি জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন পুরো গ্যাঞ্জেস জুটমিল সংলগ্ন এলাকায় প্রচার করে চওড়া লাইন প্রাইমারি স্কুলের সামনে প্রচার শেষ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। এর পরে তিনি চলে যান ভদ্রেশ্বর ৭ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারে। সম্প্রতি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিশানা করেন। সে বিষয়ে অর্জুন সিংকে প্রশ্ন করা হলে সাংসদ জানান, ‘তৃণমূলের মধ্যে অংশীদারিত্ব নিয়ে লড়াই চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতার কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে, সেজন্য ওনার কষ্ট হচ্ছে।’

এর পাশাপাশি ছাত্রনেতা আনিস খান হত্যা মামলা প্রসঙ্গে তিনি জানান যে ‘আনিসকে পুলিশই খুন করেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আইওয়াশ করার জন্য পুলিশকর্মীদের সাসপেন্ড করা হচ্ছে। চাপ বাড়লে হয়তো তাঁদের গ্রেফতারও করা হবে, তারপর ওই পুলিশ আধিকারিকদের শিলিগুড়ি ট্রান্সফার করানো হবে।’