Darjeeling: গুরুংয়ের দিল্লি সফরে ফের বিজেপি যোগ? পাহাড়ি রাজনীতিতে চমক আসছে

পাহাড়ি রাজনীতিতে জমি পেতে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) প্রধান বিমল গুরুং ফের বিজেপির দিকে ঝুঁকছেন? শনিবার তাঁর দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা। বাগডোগরা বিমানবন্দরে…

Bimal Gurung

পাহাড়ি রাজনীতিতে জমি পেতে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) প্রধান বিমল গুরুং ফের বিজেপির দিকে ঝুঁকছেন? শনিবার তাঁর দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা।

বাগডোগরা বিমানবন্দরে বিমল গুরুং বলেন, দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে এক সামাজিক অনুষ্ঠান রয়েছে। সেখানেই উপস্থিত হবেন তিনি। এছাড়াও মোর্চার সেন্ট্রাল কমিটির বৈঠক রয়েছে। দেরাদুনে কয়েকজন নেতাদের নিজে আমন্ত্রন জানাবেন বলেই দিল্লি যাচ্ছেন।

তবে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস মনে করছে বিমল গুরুংয়ের দিল্লি যাওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে জিটিএ নির্বাচনে তাঁর রাজনৈতিক জমি নড়বড়ে হয়ে গেছে। পাহাড়ে বিমল জমানার শেষ হয়েছে একথা নিজেই বুঝতে পেরেছেন গুরুং

দার্জিলিংয়ে এখন গুরং নন ক্ষমতার দুটি কেন্দ্র। একটি অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। তিনি পুরসভার প্রধান। আর জিটিএ ক্ষমতাসীন অনীত থাপার বিজিপিএম। তিনি তৃণমূল ঘনিষ্ঠ।

জিটিএ নির্বাচনে পাহাড়ে সেভাবে দাঁত ফোঁটাতে পারেনি বিমল গুরুংয়ের দল। আগামী বছরে পঞ্চায়ের নির্বাচন তার আগে বিজেপির সঙ্গে জোট জরুরী বলে মনে করছে গুরুং শিবির।

কারণ, দীর্ঘ সময় অন্তরালে থাকলেও বিজেপির হয়ে ব্যাপক প্রচার চালিয়েছিলেন গুরুং। অন্তরাল থেকে ফিরে এসে তৃণমূলের হাত ধরেন তিনি। মুখ্যমন্ত্রী মমতার উপর হামলায় অভিযুক্ত হয়ে পলাতক গুরুং ফের মমতার নির্দেশে দার্জিলিং ফিরেছিলেন।