নির্যাতিতার নাম প্রকাশের জন্য দু’বছরের জেল হতে পারে বিনীত গোয়েলের

আরজি কর (RG kar case) কাণ্ডের জেরে প্রবল আন্দোলনের জেরে কলকাতা পুলিশের সিপির পদ খুইয়েছেন প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। সিপি থেকে অপসারিত হয়ে স্পেশ্যাল টাস্ক…

former cp vinit goyel may face jail for two years for disclose name of rgkar rape victim

আরজি কর (RG kar case) কাণ্ডের জেরে প্রবল আন্দোলনের জেরে কলকাতা পুলিশের সিপির পদ খুইয়েছেন প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। সিপি থেকে অপসারিত হয়ে স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফের দ্বায়িত্ব নেন গোয়েল। কিন্তু বিপদ তাতেও কমছে না। কারণ তাঁর বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে আগেই সরব হয়েছিল প্রতিবাদীরা। এই ঘটনায় সুপ্রিম কোর্টও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারপরেই কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য। 

ব্রিটিশ সাম্রাজ্যের পতন, ভারতের নীরব কৌশলে উপনিবেশ আত্মসমর্পন ব্রিটেনের

   

এমন অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি। রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

পুজোর মুখে ফের বাড়ল সবজির দাম, পকেটে টান মধ্যবিত্তের

গত ৯ অগস্ট আরজি করে নির্যাতিতার মৃত্যুর পর একাধিকবার ওই জুনিয়র ডাক্তারের নাম প্রকাশ করেন প্রাক্তন সিপি বিনীত গোয়েল। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এমন অপরাধে দু’বছরের জেল পর্যন্ত হতে পারে প্রাক্তন সিপির। 

বরেলি হয়ে বিহার-বাংলার জন্য  স্পেশাল ট্রেন ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি হাইকোর্টের বিচারপতি টি শিবজ্ঞানমের বেঞ্চে হওয়ার কথা। আগামী সোমবারই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের দু বছর পর্যন্ত জেল হতে পারে। একই ঘটনায় অভিযোগ রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও।