TMCP-র প্রতিষ্ঠা দিবসের জন্য পিছোবে না পরীক্ষা, সাফ জানালেন উপাচার্য

কলকাতা: একদিকে আগামীকাল (২৮ আগস্ট) তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। অন্যদিকে, ওইদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। তবে টিএমসিপি (TMCP)-র প্রতিষ্ঠা দিবসের জন্য কোনভাবেই পরীক্ষা…

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জন্য পিছোবে না পরীক্ষা, সাফ জানালেন উপাচার্য

কলকাতা: একদিকে আগামীকাল (২৮ আগস্ট) তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। অন্যদিকে, ওইদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। তবে টিএমসিপি (TMCP)-র প্রতিষ্ঠা দিবসের জন্য কোনভাবেই পরীক্ষা বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দে।

আগামীকাল মেয়ো রোডের সমাবেশে বক্তৃতা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই জেলাগুলি থেকে দলে দলে শহরে আসতে শুরু করেছে দলীয় কর্মী-সমর্থকেরা, আসছেন বিভিন্ন জেলার ছাত্রছাত্রীও। অন্যদিকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষায় বসবেন ৩০ হাজার ছাত্রছাত্রী।

   

রুটিন মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য ডিজি সিপি প্রশাসনকে চিঠিও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এদিকে প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা করানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেয় প্রিন্সিপাল কাউন্সিল। সেইসঙ্গে পরীক্ষার সময়সূচী পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয় উপাচার্যকেও। অন্যদিকে, প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে বলে আপত্তি জানিয়েছে নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদ। তবে পরীক্ষা করানোর বিষয়ে অনড় উপাচার্য শান্তা দত্ত দে।

Advertisements

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব?

ভোটমুখী বাংলায় অনুষ্ঠানের সাজসজ্জা দেখে আন্দাজ করা যাচ্ছে, জনসভায় বাংলা ভাষাকেই অস্ত্র করে বার্তা দেবেন মমতা-অভিষেক। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার জবাবে ‘ফিরে আয়’ ধ্বনি আগেই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে ‘ফিরে আসতে’ পাঁচ হাজার এবং কাজ না পাওয়া অবধি পাঁচ হাজার দেওয়ার আশা দেখানো হয়েছে। তবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মনোজিৎ মিশ্রের মত কলেজের ‘ত্রাস’-দের উপর লাগাম টানার প্রশ্নে নেত্রী কি বলেন সেটাই দেখার।