দ্রৌপদীকে ঘরে আনছেন মমতা, জল্পনা তীব্র

একেবারে মার্কা মারা বিজেপি। তাতে কোনও আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি থেকে আরও অনেকে এসেছেন। আর তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দরজা খুলে…

mamata

short-samachar

একেবারে মার্কা মারা বিজেপি। তাতে কোনও আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি থেকে আরও অনেকে এসেছেন। আর তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দরজা খুলে দিলে পুরো বঙ্গ বিজেপিটাই চলে আসবে। এবার কি দ্রৌপদী? উঠছে প্রশ্ন।

   

রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রতি সহানুভূতি দেখান বিরোধী জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই প্রশ্ন ওঠে তিনি কি সরাসরি এনডিএ কে সমর্থন করবেন? বিতর্ক ঢাকতে পরে মমতা বলেন তিনি বিরোধী জোটেই আছেন।

তবে ছোট পর্দার দ্রৌপদী অর্থাত অভিনেত্রী ও বিজেপির রাজ্যসভার সদ্য প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় কে ঘরে ঢোকাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রূপা ও তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের আলোচনা হয়েছে।

কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাত করেন রূপা।  রাজনৈতিক মহলে আলোচনা আগামী ২১ জুলাইয়ের মঞ্চেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। বৈঠকের পর কুণাল ঘোষ বলেন, রূপা গঙ্গোপাধ্যায় আলাদা দলে রয়েছেন। তিনি আমার দিদির মতো। আমরা যখন কিশোর তরুণ তখন সারা ভারত কাঁপাচ্ছেন দ্রৌপদী হিসাবে। বিভিন্ন রকমের চরিত্রে ভালো অভিনয় করেছেন। তাঁর সঙ্গে একটি সামাজিক গেট টুগেদারে দেখা হয়েছিল। কিছু রাজনৈতিক আলোচনা হয়েছে।

এর পরেই প্রশ্ন উঠছে, রূপার সঙ্গে রাজনৈতিক আলোচনা মানে তাঁর মতো বিক্ষুব্ধ বিজেপি নেত্রীকে টিএমসিতে টেনে নেওয়ার চেষ্টা। কারণ, রূপা বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দূরত্ব রেখেছেন দীর্ঘদিন। তিনি দলত্যাগ করবেন এ নিয়ে চর্চা আগেই চলছে।

রাজ্য বিজেপির তরফে তাকে ব্যবহার করা হচ্ছে না এই অভিযোগ এর আগেও একাধিকবার তুলেছেন রূপা। গঙ্গোপাধ্যায়। এরপরেই কুণাল ঘোষের সঙ্গে তাঁর বৈঠকের পর তৃণমূল যোগের জল্পনা জোরালো হয়েছে।