Rampurhat Violance: গণ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সিট গঠন হয়েছিলঃ দিলীপ

বীরভূমের গণহত্যাকাণ্ডে হাইকোর্টের জারি করা সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে বেজায় খুশি গেরুয়া শিবির। এই নিয়ে এবার দিল্লিতে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ…

dilip ghosh

বীরভূমের গণহত্যাকাণ্ডে হাইকোর্টের জারি করা সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে বেজায় খুশি গেরুয়া শিবির। এই নিয়ে এবার দিল্লিতে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘সকলেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটি দমন করার জন্য সিট গঠন করেছিলেন। প্রশাসনের নাকের ডগায় এতগুলো মানুষের নিরীহভাবে হত্যার পরেও এই সরকার নিজেদের ব্যর্থতা মেনে নিচ্ছে না।’

একই কথা বলেছেন বিজেপি নেতা অমিত মালব্যও। তিনি টুইটে জানান, ‘এই ঘটনা ধামাচাপা দেওয়ার এবং জঘন্য হত্যাকাণ্ডে জড়িত টিএমসি নেতাদের রক্ষা করার সিট গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’

প্রসঙ্গত, বগটুইকান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী ৭ এপ্রিলের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।

শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রামপুরহাট এর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। জনমানুষের যথেষ্ট প্রভাব ফেলেছে এই ঘটনা। মানুষের মনে আস্থা জোগাতে উপযুক্ত তদন্তের প্রয়োজন। যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। তাই আদালত জনমানুষের মনের প্রভাবের কথা মাথায় রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিল।