নতুন রাজনৈতিক সফর? মুখ খুলে জল্পনা উস্কে দিলেন দিলীপ

প্রাতঃভ্রমণে বেরিয়ে মঙ্গলবার ফের সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন বিজেপি (Dilip Ghosh) সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরেই তাঁর রাজনৈতিক অবস্থান ঘিরে জল্পনার পারদ চড়ছিল। বিশেষ…

Dilip Ghosh Slams Ex-TMC Leaders in BJP Amid July 21 Speculation

প্রাতঃভ্রমণে বেরিয়ে মঙ্গলবার ফের সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন বিজেপি (Dilip Ghosh) সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরেই তাঁর রাজনৈতিক অবস্থান ঘিরে জল্পনার পারদ চড়ছিল। বিশেষ করে ‘নতুন দল’ গঠনের সম্ভাবনা ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে একাধিক রিপোর্ট। (Dilip Ghosh) কোথাও বলা হয়, দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে গঠিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ হিন্দু সেনা’। কলকাতা ও বিধাননগরে গোপনে একাধিক বৈঠক হয়েছে বলেও শোনা যাচ্ছিল। এমনকি বিজেপি ছেড়ে দেওয়া একাধিক প্রাক্তন নেতারও তাঁর পাশে থাকার সম্ভাবনার কথা উঠে আসে।(Dilip Ghosh) 

এই প্রেক্ষিতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট জানালেন, “আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। নতুন করে দল গড়ার দরকার নেই।” তিনি আরও বলেন, “৭০ বছর ধরে লড়াই করে একটা দলকে দাঁড় করানো হয়েছে। সেই দলই বাংলার মানুষের স্বপ্ন পূরণ করবে।” অর্থাৎ বিজেপিকেই তিনি নিজের রাজনৈতিক ঠিকানা হিসেবে ধরে রাখতে চান—এ কথাই স্পষ্ট করে দিলেন তিনি(Dilip Ghosh) 

   

দিলীপ ঘোষের বক্তব্যে এটা স্পষ্ট, তিনি(Dilip Ghosh) বিজেপিতে থেকেই কাজ করতে চান, যদিও সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির অনুষ্ঠান বা কেন্দ্রীয় নেতৃত্বের সফরে তাঁকে দেখা যায়নি। এই অনুপস্থিতি নিয়েই তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অনেকেই মনে করছেন, বিজেপির(Dilip Ghosh) অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোণঠাসা দিলীপ ঘোষ একপ্রকার ‘প্রশাসনিক বিচ্ছিন্নতা’র শিকার। তবে দলের কেন্দ্রীয় বা আরএসএস নেতৃত্বের তরফ থেকে তাঁকে ‘নিজের মতো করে’ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর(Dilip Ghosh) 

Advertisements

অভিমান থাকলেও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপির(Dilip Ghosh) বাইরে গিয়ে নতুন কোনও রাজনৈতিক মঞ্চ তৈরি করার ইচ্ছা বা প্রয়াস তাঁর নেই। বরং যারা এমন জল্পনা ছড়াচ্ছে, তাঁদের উদ্দেশে পরোক্ষ বার্তাও দিয়ে রাখলেন তিনি।

এই বিবৃতির মাধ্যমে তিনি কার্যত দলের প্রতি নিজের আনুগত্য স্পষ্ট করলেন। আবার এটাও বুঝিয়ে দিলেন, রাজনীতিতে এখনও তিনি অবহেলিত হওয়ার পক্ষপাতী নন।(Dilip Ghosh)