Darjeeling: রাষ্ট্রপতি নির্বাচনের আগে মোদী ঘনিষ্ঠ হিমন্তের সঙ্গে মমতার বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রতি সহানুভূতি দেখিয়ে রাজনৈতিক বিতর্ক আগেই তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই বিতর্ক থেকে…

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রতি সহানুভূতি দেখিয়ে রাজনৈতিক বিতর্ক আগেই তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই বিতর্ক থেকে সরে এসেছেন। কিন্তু বুধবার দার্জিলিংয়ে (Darjeeling) অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের সবথেকে হেভিওয়েট নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে মমতার বৈঠক তীব্র আলোচিত। দুই মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বুধবার দার্জিলিংয়ে রাজভবনে হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হলেন প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশেষ ঘনিষ্ঠ। আচমকা তিনি কেন দার্জিলিং এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তাও চর্চিত।

শোনা যাচ্ছে, অসমের মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী তাঁর অতিথি। একদিনের সফরে এসেছেন। থাকবেন দার্জিলিং রাজভবনে। ধনখড় আরও জানিয়েছেন, অভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য অসমের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

হিমন্ত কী বার্তা নিয়ে এসেছেন দার্জিলিংয়ে? উঠছে এই প্রশ্ন। ঘুরে ফিরে আসছে রাষ্ট্রপতি নির্বাচন ইস্যু। তাৎপর্যপূর্ণ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অনেকেই এনডিএ প্রার্থীকে ভোট দিতে চলেছেন।

রাষ্ট্রপতি পদের ভোটের বিরোধী জোটের প্রার্থী মমতারই পছন্দের যশবন্ত সিনহা। তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়ছেন। যশবন্তকে সমর্থন করছে কংগ্রেস, ডিএমকে, সিপিআইএম, সিপিআই, টিআরএস সহ বিভিন্ন অ বিজেপি দল। তবে জোটের অন্যতম নেত্রী মমতা সরাসরি এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সহানুভূতি দেখালেও পরে সরে আসেন।

বৈঠক শেষে মমতা বলেন, রাজ্যপালের আমন্ত্রনেই চা পান করতে গেছিলাম। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি।