একের পর এক বাক্যবাণ চালিয়ে রাজ্যপালকে (CV Anand Bose) তীব্র আক্রমণ করলেন সিপিআইএম (cpim) রাজ্য সম্পাদক (Md Salim) মহম্মদ সেলিম। এ রাজ্যে পাতে দেওয়ার মতন কোনো নেতা নেই তাই অমিত শাহের নির্দেশে বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। গত ২৬ দিনে নিহত হয়েছেন ১৬ জন। রাজ্যের বিভিন্ন জায়গায় মৃতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন রাজ্যপাল। রাস্তায় নেমে তিনি মানুষের সমস্যার কথা শুনছেন এবং তাদের পাশে দাঁড়াবেন বলে আশ্বস্ত করেন। তবে অভিযোগ, রাজ্যপাল নিহত বাম ও কংগ্রেস সমর্থকদের বাড়িতে যাননি।
রাজ্যপালের এই পদক্ষেপকেই কটাক্ষ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্যপালের দিকে তির ছুড়ে তিনি বলেন, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন রাজ্যপালকে এই জায়গাটা করে দিচ্ছে। রাজভবন গণতন্ত্রের বিরোধী, রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। মমতা রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবার রাজ্যপাল এসে কি সেই লাশের ওপর ধূপকাঠি জ্বালাবে।
তিনি আরো বলেন, “সরকারের প্রধান হিসেবে তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন আমরা চাই তিনি সেটাই করুক। তা না করে তিনি কোট প্যান্ট পড়ে রাস্তায় রাস্তায় তামাশা করে বেড়াচ্ছেন কেন?”