CPIM: ক্ষুব্ধ বাম সমর্থকদের প্রশ্ন ব্রিগেডের ছবি নয় প্রার্থী কবে?

“ব্রিগেডে মিটিং হবে…”এশিয়ার বৃহত্তম জনসমাবেশ যে ময়দানে হয় তাতে নজর থাকে সারা বিশ্বের। সেই সমাবেশের পর চলে তুলনামূলক আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত়ৃত্বে ব্রিগেড জনগর্জন সভা…

“ব্রিগেডে মিটিং হবে…”এশিয়ার বৃহত্তম জনসমাবেশ যে ময়দানে হয় তাতে নজর থাকে সারা বিশ্বের। সেই সমাবেশের পর চলে তুলনামূলক আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত়ৃত্বে ব্রিগেড জনগর্জন সভা ও সিপিআইএম (CPIM) নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ সভার ছবি দিয়েও আলোচনা চলেছে।

একাধিক বাম মনোভাবাপন্ন সামাজিক মাধ্যমে তৃণমূলের সভার ছবি দিয়ে দাবি করা হচ্ছে মমতার ব্রিগেড ফ্লপ। সংবাদ বিশ্লেষণেও এই বিশ্লেষণই উঠে আসছে।

মমতার ব্রিগেড ফ্লপ বলে উল্লসিত হলেও বাম সমর্থকরা  প্রশ্ন তুলছেন-প্রার্থী কবে? সিপিআইএম রাজ্য নেতৃত্ব নীরব। রবিবারই অবশ্য বাম শিবিরের তরফে রাজ্য জুড়ে  সাতটি স্থানে জনসভা করা হয়।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় বিশাল মিছিল সহ জনসভা করেন। তিনি বলেন, ‘‘মীরজাফর, জগৎ শেঠদের বেইমানের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশকে লুট করার সুযোগ পেয়েছিল। আজকে ওয়েস্ট ইন্ডিয়ান কোম্পানি একই ভাবে দেশকে লুটতে চাইছে। মমতা ব্যানার্জির দল সেই লুট আটকাতে পারবে না। কারণ চোর, দুর্নীতিবাজরা লড়াই করতে পারে না। ইডি সিবিআই দিয়ে তাদের ভয় দেখানো যায়। একমাত্র সিপিআইএমএই লড়াই লড়তে পারবে।’’ নদিয়ার কৃষ্ণনগরে মীনাক্ষী মুখার্জির সভায় ছিল উপচে পড়া ভিড়। সমাবেশ থেকে নারীদের বুথের লড়াইয়ে নামতে আহ্বান জানান তিনি। 

সিপিআইএমের সমর্থকদের দাবি, দলীয় প্রার্থী কবে হবে ঘোষণা। মহম্মদ সেলিম জানিয়েছেন, কংগ্রেস যেন দ্রুত প্রার্থী তালিকা দেয় আমাদের প্রার্থী তৈরি আছে।

জানা যাচ্ছে, তৃণমূলের প্রার্থী তালিকার অপেক্ষায় ছিল কংগ্রেস। রাজ্যের সবকটি আসনে মমতা প্রার্থী দিতেই কংগ্রেস তাদের পশ্চিমবঙ্গের প্রার্থী বাছাই করতে শুরু করেছে। বহরমপুর থেকে অধীর চৌধুরী নিশ্চিত বাকি আসনগুলিতে বামফ্রন্টের সঙ্গে রফা হবে। তবে কংগ্রেসের গড়িমসিতে ক্ষুব্ধ বামফ্রন্ট। আর বাম সমর্থকরা ক্ষুব্ধ নেতাদের উপর।