Md Salim: সেলিমের কটাক্ষ অনুব্রত-জ্যোতিপ্রিয়র কন্যারাই আসল ‘কন্যাশ্রী’

দুর্নীতির ইস্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরাসরি তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন। তিনি বলেছেন, বাম আমলে দুর্নীতি হয়ে থাকলে মমতা ব্যানার্জি…

দুর্নীতির ইস্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরাসরি তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন। তিনি বলেছেন, বাম আমলে দুর্নীতি হয়ে থাকলে মমতা ব্যানার্জি কেন তার বিরুদ্ধে কথা বলেনি? কারণ মমতাই তাকে সামিল করেছেন। সেলিমের অভিযোগ, কোরাপ্ট প্রজন্ম তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। নিজেরা জাহান্নমে গেছে, নিজের পরের স্তরের ছেলে মেয়েকেও জাহান্নমে পাঠানোর ব্যবস্থা করেছে।

রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তার ঘনিষ্ঠ বাকিবুরের যে দুর্নীতি ধরা পড়েছে সেই বিষয়ে সেলিম বলেন, “বাম আমলে যে খাদ্যমন্ত্রী ছিল পরেশ অধিকারী, সেও তো তৃণমূলে গিয়ে আশ্রয় নিল। তাহলে মমতা ব্যনার্জি বা তৃণমূল, বাম আমলে দুর্নীতি হয়ে থাকলে কেন তার বিরুদ্ধে কথা বলেনি? কারণ মমতাই তাদেরকে সামিল করেছেন। পরেশ অধিকারী কে? কেন সে জেলে গেল? সে তো খাদ্যমন্ত্রী ছিল। আমরা তো বলেছি কোন রঙ দেখার দরকার নেই। যত দুর্নীতিগ্রস্থ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও।

অনুব্রত-জ্যোতিপ্রিয়-কন্যাদের সম্পত্তির প্রশ্নে সাংবাদিকদের সেলিম বলেন,”আসলে তো এটাই কন্যাশ্রী। বাকি আমাদের স্কুলের বাচ্ছা ছেলে-মেয়েদেরকে আমাদের সময়ে আমরা স্টাইপেন্ড দিতাম।

সেলিম বলেন, মমতার কোম্পানি বিভিন্ন জায়গায় এরম দালাল তৈরি করেছে, মালিক তৈরি করেছে, নেতা তৈরি করেছে, এজেন্ট তৈরি করেছে, যারা দুর্নীতি করছে ৭৫ % পিসি-ভাইপোকে পাঠাচ্ছে, বাকি ২৫ % নিয়ে রাজত্ব করছে। সুতরাং ২৫ % কে যখন ধরতে হবে, ৭৫ % কেও ধরতে হবে। মহম্মদ সেলিম বলেন,”বামের আমলে রেশন ছিল বলেই রেশন ছিল নাহলে রেশন ব্যবস্থাই তুলে দিত।

সেলিম বলেন, বাংলার মানুষকে বোকা বানানোর জন্য…ওই ‘ব’য়ের মালিক তো অভিষেক। তো ওটা নিয়ে স্মাগলিং হবে তো কী হবে। দেখ বিদেশে কয়লা পাঠায়, পাচার করে যেটা এখানে,সেটা কিন্তু কিচ্ছু বলা যায়না। ওইগুলো লুকিয়ে করে। এটাই হচ্ছে জালিয়াতি। কিন্তু আদানির বিরুদ্ধে মমতা মুখ খুলবেন না, সেটা যেমন তাজপুর এবং দেউচা-পাচামী আছে, সেরম কয়লাও আছে। অভিষেকের কোম্পানি ইন্দোনেশিয়ায় কয়লাখনিতে বিনিয়োগ করেছে এই ঘুরপথে টাকা নিয়ে। আর বেশি টাকায় যে এদের কয়লা আসছে আমরা বিদ্যুৎ-এ বেশি দাম দিচ্ছি, তার পিছনে যেমন আদানির কয়লা আছে তেমনি অভিষেকেরও কয়লার টাকা আছে।