আজ বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠান পালিত হল (Bengal Politics)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। RSS এর শতবর্ষ উপলক্ষে একটি ১০০ টাকার কয়েন এবং একটি ডাক টিকিটও ঘোষণা করেন যাতে খোদাই করা আছে ভারত মাতার ছবি এবং কুচকাওয়াজ রত RSS বাহিনীর ছবি।
মোদীর এই ঘোষণাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে আলোচনায় আসতে চাইছে বাংলার সিপিআই(এম) পলিট ব্যুরো। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর বিবৃতি অনুযায়ী আরএসএসকে উদ্দেশ্য করে ডাকটিকিট প্রকাশ ভারতের সংবিধানের প্রতি অপমান। তারা আরও অভিযোগ করেছে সরকারি মুদ্রায় আরএসএস প্রচারিত হিন্দু দেবী “ভারতমাতা”-র প্রতীকটিকে ব্যবহার করা হয়েছে। ঐ প্রতীক সংঘের সাম্প্রদায়িক হিন্দুত্ব রাষ্ট্র সম্পর্কিত ধারণার প্রতিফলন।
এই বক্তব্যে রাজনৈতিক মহল তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছে ভারতমাতা কোনো ধর্মের দেবী নন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন যখন চরমে তখন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার ছবি আঁকেন। বামেরা কি করে তাকে হিন্দু ধর্মের দেবী বলে দাগিয়ে দিতে পারে। RSS এই মন্তব্যের ঘোর বিরোধিতা করে বলেছে কিছু মন্তব্য করতে হলে আগে বামেরা পড়াশুনো করুক।
প্রকাশিত ডাকটিকিটের সম্বন্ধে বলতে গিয়ে বামেরা অভিযোগ করেছে, ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস কর্মীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখানো হয়েছে এটাও ইতিহাসের বিকৃতি। দাবি করা হচ্ছে ইন্দো-চীন যুদ্ধের সময় তাদের ভূমিকার সুবাদে নেহেরু নাকি সংঘের দেশপ্রেমের স্বীকৃতি হিসাবে প্রজাতন্ত্র দিবসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
কিন্তু বামেরা বলেছে যে তথ্য প্রমানের ভিত্তিতে দেখা যায় ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবস ছিল এক লক্ষাধিক নাগরিকের বৃহৎ সমাবেশ। সেখানে ইউনিফর্ম পরিহিত আরএসএস কর্মীরা যদি উপস্থিত থেকেও থাকেন, সেই ঘটনা নিতান্ত একটা ঘটনা মাত্র এবং এমন তথ্যের কোনও সরকারি স্বীকৃতিও নেই।
স্কুল-কলেজের সিলেবাসে আয়ুর্বেদ যুক্ত করছে ভারত সরকার
কিন্তু RSS সমর্থকরা রীতিমত ছবি দিয়ে প্রমান করে দিয়েছেন যে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসে প্রচুর RSS সমর্থক তাদের নিজস্ব ইউনিফর্মে কুচকাওয়াজে অংশ নিয়েছেন। RSS সমর্থকরা নিজেদের বিবৃতিতে বলেছেন এই মুহূর্তে সিপিএমের অবস্থা সারা দেশে কি তা সবাই জানে। তাই এরা মাঝে মাঝে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য অপ্রাসঙ্গিক কথা বলে। তারা আরও বলেছে বাম নেতাদের বয়েস হয়েছে তাই ১৯৬৩ র কুচকাওয়াজে RSS দের ভালো করে দেখতে পাননি।