Cow smuggling: কেষ্ট কন্যার অ্যাকাউন্টে আরও বিপুল লটারির টাকা

গোরু পাচার(Cow smuggling) মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লটারিতে কালো টাকা সাদা করারবিস্ফোরক তথ্য পেয়েছিল সিবিআই। অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা…

গোরু পাচার(Cow smuggling) মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লটারিতে কালো টাকা সাদা করারবিস্ফোরক তথ্য পেয়েছিল সিবিআই। অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা চারটি লটারির টিকিট জিতেছিল বলে জানতে পেরেছিল সিবিআই। এবার আরও একটি লটারি জেতার বিপুল টাকার সন্ধান মিলেছে। 

অনুব্রত মণ্ডলের বিখ্যাত বয়ান- লটারি পেলেও আমি, দিলেও আমি। তাতে তোমাদের কী? 

সিবিআই সূত্রে খবর, কেষ্ট কন্যা সুকন্যার অ্যাকাউন্টে পঞ্চম লটারির খোঁজ মিলেছে। সেখানে আছে ৫০ লক্ষ টাকা। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা। একের পর এক লটারি জয় দেখে সন্দেহ বাড়তে শুরু করেছে সিবিআইয়ের।

সিবিআইয়ের ধারণা, লটারির জেতা টাকা নিতে হলে মোটা অঙ্কের টাকা কর দিতে হয়। এভাবেই মূলত কালো টাকাকে সাদা টাকা করত অনুব্রত মণ্ডল। 

এর আগে সিবিআই দাবি করেছিল, অনুব্রত মণ্ডলের তিনটি লটারির টাকার হদিশ মিলেছে। এর মধ্যে অনুব্রত কন্যা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই বার লটারির টিকিটের টাকা ঢুকেছে বলে জানা গেছে। এর পরিমাণ ৫১ লক্ষ টাকা। এমনকি ২০১৯ সালের অনুব্রত অ্যাকাউন্টে লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছে বলে জানা গেছে।