Mamata Banerjee: ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে! মোদীকে ‘ভোটপাখি’ বলে কটাক্ষ মমতার

সারাবছর পাশে থাকে না ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে। জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata…

mamata banerjee narendra modi

সারাবছর পাশে থাকে না ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে। জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মোদীকে ‘ভোটপাখি’ বলে কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে। অথচ বিজেপির ‘ভোটপাখি’ ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে। আর মিথ্যা কথা বলে চলে যায়। ওদের কথায় কান দেবেন না। 

বিজেপিকে পকেটমারের দল বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি হল পকেটমারের দল। সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভরছে বিজেপি। সবচেয়ে বড় চোর তো ওরাই। নোটবন্দির কথা বলে টাকা লুট করেছে ওরা। পিএম কেয়ারের টাকাও লুট করেছে। গরিব মানুষের টাকা দিনের পর দিন আটকে রেখেছে। ১০০ দিনের টাকা তিন বছর দেয়নি। বাংলার নেতার দিল্লি গিয়ে টাকা বন্ধ করে দিয়েছে। ওরা গরিবের কষ্ট বোঝে না। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছি। আপনার যুবরা দেশটাকে বাঁচান।

ইডি-সিবিআই ইস্যুতেও বিজেপি সরকারকে কটাক্ষ করেন মমতা। ইডি-সিবিআইকে ‘বিজেপির ভাই’ বলে তোপ দাগেন মমতা। একই সঙ্গে মমতার দাবি, ইডি-সিবিআই-এনআইএ’র মাধ্যমেই ক্ষমতা ধরে রাখতে চাইছে বিজেপি। কিন্তু ওরা মানুষকে আর বোকা বানাতে পারবে না। বিজেপি জিতলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেবে। গোটা দেশটা দখল করে নেবে ওরা। আর আমরা জিতলে মানুষের হয়ে কাজ করব। সিএএ, এনআরসি, ইউনিফর্ম সিভিল কোড আমরা কোনওভাবেই করতে দেব না।

ময়নাগুড়ি ঘূর্ণিঝড় নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, উনি তো কোচবিহারে সভা করে গিয়েছেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে কিন্তু একটা কথাও বলেননি। আমরা কিন্তু প্রথম থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমরা বাড়ি বানানোর টাকা দিয়েছি। ১১ লক্ষ ‘বাংলার বাড়ি’র টাকা আমরা দিয়ে দেব ডিসেম্বরের মধ্যে। এখানে এসে কথা দিয়ে গেলাম, আপনারা প্রথম টাকা পাবেন। জলপাইগুড়ির সভা থেকে রামনবমী নিয়েও সতর্ক করেন মমতা। তিনি বলেন, বিজেপি অশান্তি করতে পারে। ফাঁদে পা দেবেন না।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।