ক্ষুব্ধ নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু BJP ছেড়ে তৃণমূলে?

‘নেতাজির স্বপ্ন পূরণ করেনি দল’ এমনই বার্তা দিয়ে বিজেপি ছাড়লেন চন্দ্র কুমার বসু। তিনি BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে বিস্ফোরক পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি…

‘নেতাজির স্বপ্ন পূরণ করেনি দল’ এমনই বার্তা দিয়ে বিজেপি ছাড়লেন চন্দ্র কুমার বসু। তিনি BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে বিস্ফোরক পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেই আলোচনা তুঙ্গে।

Advertisements

সম্প্রতি চন্দ্র বসুর সাথে বিজেপির দূরত্ব বেড়ে যায়। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায়। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বৈঠকেও যান তিনি। এরপরেই বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন চন্দ্র বসু। মুছে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে কিছু না বললেও তিনি দ্রুত টি়এমসি শিবিরে যেতে চলেছেন বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে চন্দ্র বসুকে লোকসভার ভোটে প্রার্থী করতে পারেন মমতা। বিজেপিতে থাকাকালীন চন্দ্র বসু দুবার প্রার্থী হয়েছিলেন। তবে নেতাজিকে নিয়ে বিভিন্ন ইস্যুতে বিজেপির সাথে চন্দ্র বসুর দূরত্ব বাড়ছিল।

   

২০১৬ সালে বঙ্গ বিজেপির সহ সভাপতি পদ পান চন্দ্র কুমার বসু। ২০১৯ সালে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে সিএএ-র বিরোধিতা করেছিলেন তিনি। ২০২০ সালে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।