TMC বিধায়ক অদিতি মুন্সীর স্বামীকে CBI তলব

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক (TMC) অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ…

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক (TMC) অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের এই যুব নেতাকে।

সিজিও কমপ্লেক্সে যাবেন দেবরাজ? উঠছে প্রশ্ন। বিধায়কের তরফে কোনও উত্তর আসেনি। তবে রাজনৈতিক মহল সরগরম। 

   

জানা যাচ্ছে, গত বছর নির্বাচনের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ এসেছিল। তেমনই প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সেই ঘটনাটা প্রথমে দেবরাজের নাম যুক্ত না থাকলেও পরে তা যুক্ত করা হয়। 

গত বছর ২৩ মে হরিচাঁদ গুরুচাঁদ পল্লিতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রসেনজিৎ দাস নামে এক যুবকের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাগুইআটি থানায় খুনের অভিযোগ করা হয়। তবে পরিবার অভিযোগ তোলে, থানা কোনওরকম সহযোগিতা করেনি। এরপরই আদালতের দ্বারস্থ হয় তারা।

২০২২ সালে মামলার তদন্তভার পায় সিবিআই। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের একাধিক নেতাদের তলব করে সিবিআই। সেই তালিকায় বিধায়কের স্বামী সহ কয়েকজন প্রভাবশালী নেতার নাম উঠেছে।