Soumitra Khan: ‘চাকরিপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন Abhishek-এর ভাই’

নিয়োগ দুর্নীতি এবং চাকরিহারাদের আর্তনাদে এই মুহূর্তে টালামাটান পরিস্থিতি বাংলার৷ তারই মধ্যে আবার চলছে লোকসভা নির্বাচন৷ ফলে পারদও ঊর্ধ্বমুখী৷ আর এসবের মাঝেই কার্যত বোমা ফাটালেন…

Abhishek meeting MPs

নিয়োগ দুর্নীতি এবং চাকরিহারাদের আর্তনাদে এই মুহূর্তে টালামাটান পরিস্থিতি বাংলার৷ তারই মধ্যে আবার চলছে লোকসভা নির্বাচন৷ ফলে পারদও ঊর্ধ্বমুখী৷ আর এসবের মাঝেই কার্যত বোমা ফাটালেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan). বুধবার বাঁকুড়ার রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে অভিষেক ব্যানার্জিকে বাক্য়বাণে ‘তুলোধনা’ করলেন তিনি৷ তাঁর অভিযোগ, ‘চাকরিপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন Abhishek-এর ভাই৷’

জানা গিয়েছে, বাঁকুড়ার এই নির্বাচনী সভা থেকে সৌমিত্র খাঁ বলেছেন, ‘তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করেছিলাম। তিনি তাঁর ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছিলেন। আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী পিছু আট লক্ষ টাকা দাবি করেন’। সৌমিত্রর (Soumitra Khan) কথায়, “আমি ওনার ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বললাম অভিষেকদা বললেন চাকরি করে দেবেন। তো কী করতে পারবেন? তিনি আমাকে বললেন, দাদা তোমার কাছ থেকে বেশি নেব না। এক কাজ কর, আট লক্ষ টাকা, আর দু’লক্ষ টাকা তোমার জন্য। মোট ১০ লক্ষ টাকা করে ১০০টা ক্যান্ডিডেট এনে দিতে পারো।” 

এই বিস্ফোরক দাবির পরে তিনি (Soumitra Khan) ফের নিশানা করেন অভিষেককে৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানীর মামলা করেছে। তিনি যদি বিষ্ণুপুর আদালতে হাজিরা দিতে আসতেন আমি তাঁর প্যান্ট জামা খুলে নিতাম৷’ 

Advertisements

তবে তৃণমূলের একাংশের মতে, খবরে থাকতেই এই ধরনের মন্তব্য করছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Soumitra Khan). বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, “ওর হিম্মত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক খুলে নেওয়ার? ও তো তিনটে-চারটে লোক আর পয়সার থলি নিয়ে ঘুরছে। আর এই ভোটে পাবলিক ওকে যোগ্য জবাব দেবে।”