Minakshi Mukherjee: লাখ লাখ টাকার বই বিক্রি ও অজস্র অটোগ্রাফ মীনাক্ষীর, মিলবে আসন ?

বাম যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশের ‘জনসুনামি’ ছবি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থাগুলি দিয়েছিল। বিশ্বজুড়েও আলোড়ন ফেলেছিল সেই ইনসাফ সমাবেশ। ব্রিগেড শেষ। এবার বইমেলায় চমক। কলকাতা বইমেলা…

Minakshi Mukherjee: লাখ লাখ টাকার বই বিক্রি ও অজস্র অটোগ্রাফ মীনাক্ষীর, মিলবে আসন ?

বাম যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশের ‘জনসুনামি’ ছবি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থাগুলি দিয়েছিল। বিশ্বজুড়েও আলোড়ন ফেলেছিল সেই ইনসাফ সমাবেশ। ব্রিগেড শেষ। এবার বইমেলায় চমক। কলকাতা বইমেলা চলাকালীন ছবিতে দেখা গেছিল নেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee) একনাগাড়ে অটোগ্রাফ দিয়ে চলেছেন। সেই ছবি ভাইরাল হয়।

সিপিআইএমের যুব সংগঠন DYFI জানাচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘যুবশক্তি’ স্টলে মোট ৮লক্ষ ৬৪ হাজার ২৮১ টাকার বই ও অন্যান্য সামগ্রী বিক্রি হয়েছে। ‘যুবশক্তি’ সম্পাদক কলতান দাশগুপ্ত বলেছেন, ‘‘মানুষ দেখছেন কারা তাদের পাশে আছে। কারা তাদের কথা বলছে। তাই মানুষ আমাদের কথা শোনার জন্য পড়ার জন্য যুবশক্তির স্টল থেকে বই কিনেছেন।’’ প্রশ্ন উঠছে, বিপুল জনসমাবেশ ও বই বিক্রিতে চমক তৈরি করলেও আসন্ন লোকসাভা ভোটে বাম শিবিরের ফাঁকা ঝুলি পূর্ণ হবে?

জানা যাচ্ছে অনেক অঙ্ক কষে লোকসভা ভোটে বেশ কয়েকটি আসনকে পাখির চোখ করেছে সিপিআইএম। এই আসনগুলিতে কংগ্রেস ও বাম দুই শিবিরের ভোট বেশি। রাজ্যের বাম ছাত্র যুব নেতারা সেই আসনগুলিতে বিশেষ নজর দিয়েছেন। এই আসনগুলি মূলত মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পড়ছে। এরপরেই থাকছে বাঁকুড়া, পূর্ব বর্ধমানের গ্রামাঞ্চল ভিত্তিক আসন। এক্ষেত্রে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে টক্কর দেওয়া ফলাফলকেই বিশেষ গুরুত্ব দিয়েছে সিপিআইএম। 

Advertisements

গত লোকসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে ভোটের নিরিখে আসল বাম বিপর্যয় শুরু হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়। গত ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একজনও বাম প্রার্থী জয়ী হননি। এর পরে আসে ২০২১ সালের বিধানসভা ভোট। সেই নির্বাচনে একজনও বাম প্রার্থী জয়ী হননি। রাজ্যে লোকসভা সাংসদ ও বিধায়ক সংখ্যার বিচারে শূন্য হয়ে গেছে টানা সাড়ে তিন দশকের শাসক সিপিআইএম। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাজ্যসভায় বাম সাংসদ আছেন দেশের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শিয়রে লোকসভা ভোট। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে বাম ও কংগ্রেসের জোট নিশ্চিত। আর INDIA অংশীদার হলেও শাসক তৃণমূল লড়ছে আলাদা। ত্রিপুরার ২টি আসনেই বাম-কংগ্রেস সমঝোতা পাকা। কেরলের ২০টি আসনে বাম ও কংগ্রেসের মূল লড়াই হবে। এটাই এই তিনটি বাম প্রভাবিত রাজ্যের ভোট সমীকরণ চিত্র। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাম শাসন আর না থাকলেও একটানা দুবার কেরলে সরকার ধরে রেখেছে CPIM