Mithun Chakraborty: বাংলার ‘গোখরো’ মিঠুন ফের রাজ্যসভায়?

নকশালি আবেগ ছেড়ে বাম-তৃণমূল ঘুরে শিবসেনা ছুঁয়ে বিজেপিতে এসে নিজেকে ‘কোবরা’ বলে পরিচয় দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)  রাজ্যে ‘গোখরো’ নামে সমধিক চর্চিত। জনপ্রিয় অভিনেতা তথা দলীয় প্রচারক মিঠুনকে রাজ্যসভার সাংসদ করা হবে হলে বিজেপির ইঙ্গিত।

আগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে ছ’টি রাজ্যসভার পদ খালি হচ্ছে৷ এর মধ্যে ৫ টি আসন তৃণমূল পেলেও এই প্রথমবার একটি আসনে নির্বাচিত প্রতিনিধি পাঠাতে চলেছে বিধানসভার বিরোধী দল৷ একটি আসনে কাকে বেছে নেবে গেরুয়া শিবির এ নিয়ে একাধিক নাম উঠে এলেও পাল্লা ভারি মিঠুনের।

   

সূত্রের খবর, বিজেপির তরফে এমন একজনকে প্রার্থী করার পরিকল্পনা করা হচ্ছে, যাকে লোকসভা নির্বাচনে ব্যবহার করা হতে পারে৷ বঙ্গ বিজেপি সূত্রে খবর সিদ্ধান্ত নেওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় বিজেপিতে যোগ দেন মিঠুন। এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন৷

আগস্টে রাজ্যসভার ছ’টি আসনে ভোট। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ছাড়াও মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শান্তা ছেত্রী, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও দোলা সেনের৷ এই ৫ জনের নাম তৃণমূল চুড়ান্ত করবে৷ বিধানসভায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে একটি আসনে প্রার্থী দিতে পারবে বিরোধী দল বিজেপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন