Thursday, November 30, 2023
HomePoliticsArjun Singh: বিজেপি সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং দল নিয়ে ফের...

Arjun Singh: বিজেপি সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং দল নিয়ে ফের বিস্ফোরক

ফের বিষ্ফোরক অর্জুন সিং। ২০১০ এ জিতে যারা কাউন্সিলর হয়েছিলেন তাদের গ্রহণযোগ্যতা ছিল। ২০১১ পর যারা পদে তাদের সাথে অনেক তফাৎ। ‌ জগদ্দলের ভরা মঞ্চে আক্ষেপ অর্জুন সিংয়ের। ভোটার লিস্ট সম্বন্ধে কোন ধারণাই নেই। নব্য নেতার কথা কেন শুনে চলবে দল। বামেদের সাথে লড়ে যারা তৃণমূলকে ক্ষমতায় এনেছেন তাদেরই মেরে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তোপ অর্জুন সিংয়ের।

   

ব্যারাকপুরের বিজেপি সাংসদ পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে চলে এলেও তিনি মাঝে মাঝেই দলকে হুঁশিয়ারি দেন। এবার অর্জনের নিশানায় তৃ়ণমূলের নব্য নেতারা। তিনি কি ফের বিজেপিতে যাচ্ছেন এই প্রশ্ন উঠছে। গত লোকসভা ভোটের আগে অর্জুন সিং তৃ়নমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন। তবে একুশের বিধানসভা ভোটে বিজেপি সরকার না গড়তে পারায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফের ঢুকে যান।

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের অন্দরে গুঞ্জন,অর্জুনের এই আসা-যাওয়া রাজনীতির পিছনে কলকাঠি নাড়ছেন প্রাক্তন বাম সাংসদ ও শিল্পাঞ্চলের দাপুটে সিপিআইএম নেতা তড়িতবরণ তোপদার। তিনিই অর্জনের ‘মেন্টর’ বলে সুপরিচিত। তবে সিপিআইএম এই জল্পনা উড়ি়যে দিয়েছে।

অর্জুন সিং বলছেন ২০০৯ সালে যারা নির্বাচন করেছিল তাদের অনেক রক্ত ঝরে ছিল মাথা ফেটেছিল। ২০১৫, ২০১৬ -তে যারা নির্বাচন করেছে তাদের মধ্যে অনেক তফাৎ আছে। আমরা বরাবরই দেখে এসেছি যেদিন থেকে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এসেছেন সেদিন থেকেই সক্রিয় তিনি। কারণ নাম করে নয়, নাম ছাড়াই তোর দেখেছেন নব্য নেতাদের ওপরে।

বিজেপিতে থাকার সময় অর্জুন সিং ক্রমাগত রাজনৈতিক জমি হারাচ্ছিলেন। এমনকি তাঁর খাস এলাকা ভাটপাড়ায় হয়েছিলেন কোণঠাসা। পরিস্থিতি বুঝে গত পুরভোটের পর দ্রুত তৃণমূলে ফিরে যান অর্জুন সিং। তারপর থেকে তিনি রাজ্যের অন্যতম ‘বিজেমূল’ নেতা। দুই শিবিরেই আছেন অর্জুন। জেলার রাজনৈতিক মহলের আলোচনা আসন্ন লোকসভা ভোটের টিকিট নিশ্চিত করতে হুঙ্কার ছাড়ছেন ‘বিজেমূল’ নেতা।

Latest News