BJP: ‘অনেকেই গ্রেফতার হবেন’, ভাইফোঁটায় বার্তা দিলেন দিলীপ

নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে (CBI) সিবিআই। চার্জশিটে ১২ জনের নাম উল্লেখ রয়েছে৷ এরই মধ্যে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ…

Dilip Ghosh

নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে (CBI) সিবিআই। চার্জশিটে ১২ জনের নাম উল্লেখ রয়েছে৷ এরই মধ্যে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dlip Ghosh) এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে৷ তাঁর কথায়, নিয়োগ দুর্নীতিতে আরও বড় বড় লোক যুক্ত রয়েছে। 

দিলীপ ঘোষ বলেন, এখনও অনেক কিছুই বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ পার পাবেন না। সিবিআইয়ের তালিকা আগামী দিনে আরও বড় হওয়ার ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, এর আগে রাজ্যে একাধিক মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। সেবার বিশেষ বার্তা এসেছিল কেন্দ্রের নেতাদের তরফে। তারপর অবশ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে একটু নরম মনোভাব দেখিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি৷ তবে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যেভাবে তদন্ত করছে, তাতে দিলীপ ঘোষ অনেকটাই সন্তুষ্ট বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে গতকাল সিবিআইয়ের নয়া চার্জশিটের পর। 

নতুন চার্জশিটে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মামলায় ১২ জনের নাম যুক্ত করল সিবিআই৷ নবম দশম মামলায় প্রথম চার্জশিট। এর পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হতে পারে। সেই তালিকায় রয়েছে, শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন, রোহিত কুমার ঝাঁ।

এদের মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এখন কারাবাসে রয়েছেন। কারাবাসে রয়েছে প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্যানরা৷ তাই আগামী দিনে আরও কয়েকজন তৃণমূলের নেতাদের নাম যুক্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।