BJP বিধায়কের বিদ্যুতের বকেয়া বিল সাড়ে ৩ লাখ! লাইন কাটা নিয়ে রাজনৈতিক তরজা

কলকাতা: কোনওমাসে দু-পাঁচশো টাকা বেশি বিল এলে মাথায় বাজ পড়ে আমজনতার। সেখানে বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুতের বিল বাকি প্রায় সাড়ে তিন লাখ টাকা! এই বিপুল…

কলকাতা: কোনওমাসে দু-পাঁচশো টাকা বেশি বিল এলে মাথায় বাজ পড়ে আমজনতার। সেখানে বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুতের বিল বাকি প্রায় সাড়ে তিন লাখ টাকা! এই বিপুল অঙ্কের ইলেকট্রিক বিল পরিশোধ করতে না পারায় বিধায়কের বাড়ির বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাজ্জব এয়াকাবাসী। অন্যদিকে বকেয়া বিল নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের পাল্লা এলাকার বাড়িতে তিনটি মিটার। তার মধ্যে বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে থাকা মিটারটিতেই বকেয়া বিলের পরিমাণ সাড়ে তিন লাখ! ঘটনা জানাজানি হতেই বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাসের কটাক্ষ, যারা মানুষকে আইন মানতে বলেন, তারাই বিদ্যুৎ চুরি করছেন। এর থেকেই বিজেপির মনোভাব স্পষ্ট। একজন বিধায়ক বিদ্যুৎ বিভাগে এত টাকা বকেয়া করে রেখেছেন।

   

অন্যদিকে, বিজেপি বিধায়কের দাবি, ওনার ভাইয়ের নামে থাকা মিটারটিতে কয়েকমাস ধরে অস্বাভাবিক বিল আসছিল। বিদ্যুৎ বিভাগে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। অগত্যা তাঁরা লাইনটা কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরেই রাজ্যসরকার সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি বিল আদায়ের নোংরা খেলায় নেমেছে। এগুলো সব তাদের বিজেপিকে বদনাম করার চেষ্টা।

Advertisements

তৃণমূলের বক্তব্য, বিদ্যুতের টাকা বাঁচাতে ইচ্ছাকৃতভাবেই দীর্ঘদিন ধরে বিল বকেয়া রেখেছে বিজেপি বিধায়কের পরিবার। অন্যদিকে, বিদ্যুৎ দফতর এবং রাজ্য সরকারের অনিয়মের ফলেই এই আকাশছোঁয়া বিল বলে দাবি বিধায়কের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News