নিখোঁজ শুভেন্দু! গণনার দিন সন্ধ্যা পর্যন্ত দেখা মিলল না বিরোধী দলনেতার

একুশের বিধানসভা ভোটের পর চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি (Suvendu Adhikari)। এবারে ৩০ থেকে ৩৫টি আসনে জেতার টার্গেট নিয়ে ভোটের ময়দানে নামলেও…

4 BJP MLAs, Including Suvendu Adhikari, Suspended from Assembly Session for 30 Days

short-samachar

একুশের বিধানসভা ভোটের পর চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি (Suvendu Adhikari)। এবারে ৩০ থেকে ৩৫টি আসনে জেতার টার্গেট নিয়ে ভোটের ময়দানে নামলেও ১৫-র কমেই আটকে গিয়েছে বঙ্গ বিজেপি। এবার ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলকে বারংবার হুঁশিয়ারি দেন শুভেন্দু (Suvendu Adhikari)।

   

কিন্তু তর্জন-গর্জনই সার, বাংলায় বিজেপির সিটে ধস নামতেই কার্যত উধাও হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৭টা ১৫ পর্যন্ত দেখা পাওয়া যায়নি তাঁর। ৭টা ২০ নাগাদ কাঁথির বিজেপি অফিস থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

আজ, মঙ্গলবার ভোটগণনার দিন সকাল থেকে দেখাই পাওয়া যায়নি শুভেন্দু অধিকারীর। কোথায় ছিলেন বিরোধী দলনেতা? নেটিজেনদের অনেকেই বলছেন, বাংলায় বিজেপি ফল দেখে নিখোঁজ হয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

বিজেপিকে টার্গেট করে ‘রাজনৈতিক বদলা’র হুমকি মমতার

ভোটের প্রচারের বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ৪২ জন প্রার্থীর সমর্থনেই করেছেন প্রচুর রোড শো, জনসভা। নিয়ম করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অধিকারী বাড়ির ‘বিরাট’ নেতা।

প্রচারে বেরিয়ে শুভেন্দু এও দাবি করেন, চব্বিশের লোকসভা ভোটের পরই বাংলায় বিধানসভা ভোট হবে। আর সেই ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।

কাঁথিতে তৃণমূল জিতলেও সার্টিফিকেট দিচ্ছে না কমিশন, বিস্ফোরক অভিযোগ মমতার

বিরোধী দলনেতা কার্যত হুমকির সুরে একাধিকবার বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব। বাটি হাতে কালীঘাটের মন্দিরে বসাব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাব। তবে ভোটগণনার দিন কিন্তু কার্যত অন্তরালেই ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

‘মরু রাজ্যের লেনিন’ অমরা রাম জয়ী, মোদীর নাটক শেষ বললেন কিংবদন্তি কৃষক নেতা

বাংলার ৪২টি আসনেও এবার ৭ দফায় ভোট হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রকাশিত ফলাফলে ভিত্তিতে, বাংলার ২৫টি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। ৪টি আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে তৃণমূল। বিজেপি ১২টি আসনে এগিয়ে রয়েছে। ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।