Loksabha Result: সংসদে যাবে ‘খালিস্তানি জঙ্গি’, অমৃতপাল সিং জয়ী

খালিস্তানি জঙ্গি নেতা হিসেবে জেলে বন্দি অমৃতপাল সিং। লোকসভা নির্বাচনে এই উগ্র খালিস্তানপন্থী নেতা জয়ী। নির্দল প্রার্থী হিসেবে পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে জয়ী। লোকসভা…

Amritpal Singh - Khalistani separatist leader

খালিস্তানি জঙ্গি নেতা হিসেবে জেলে বন্দি অমৃতপাল সিং। লোকসভা নির্বাচনে এই উগ্র খালিস্তানপন্থী নেতা জয়ী। নির্দল প্রার্থী হিসেবে পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে জয়ী।

লোকসভা ভোটে অমৃতপাল সিংয়ের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল চমক। দেশ সশস্ত্র খালিস্তানি উত্তেজনা ছড়ানোর অভিযোগে শিখ নেতা অমৃতপাল সিংয়ের জঙ্গি যোগ নিয়ে গোয়েন্দা রিপোর্ট আছে। তাকে গ্রেফতার করার পর অসমে বন্দি করে রাখা হয়। আইনি পথে নির্দল হিসেবে জেল থেকেই ভোটে নেমে চমকে দেয় অমৃতপাল সিং।

   

খাদুর সাহিব কেন্দ্রে খালিস্তানি জঙ্গি নেতা অমৃতপাল সিং ভোট পেয়েছে ৪০৪৪৩০টি। কংগ্রেসের কুলবির সিং জিরা পান ২০৭৩১০টি ভোট। আম আদমি পার্টি পায় ১৯৪৮৩৬টি ভোট। আপ ভোট কেটে নেওয়ায় সহজেই জয়ী হয় অমৃতপাল সিং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের সঙ্গে জয়ের ব্যবধান ১৯৭১২০টি ভোট।

খালিস্তানপন্থী ওয়ারিস পাঞ্জাব দি প্রধান অমৃতপাল সিং। গত পাঞ্জাবে তার উস্কানিতে পুলিশের উপর ব্যাপক হামলা হয়। এরপর পলাতক ছিল অমৃতপাল সিং। জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে তাকে গ্রেফতার করা হয়। তবে অমৃতপালকে পাঞ্জাবে বন্দি করে রাখার ঝুঁকি নেয়নি সরকার। বর্তমানে অসমের ডিব্রুগড় জেলে সে বন্দি রয়েছে।নির্বাচনে অমৃতপালকে সমর্থন করে শিরোমনি আকালি দল।