Birbhum: পঞ্চায়েত ভোটের আগেই কেষ্ট ঘনিষ্ঠ হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিতে পারেন

বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) শিবিরে দলত্যাগ শুরু। দল ছাড়ার কথা ঘোষণা করলেন কেষ্ট ঘনিষ্ঠ বিপ্লব ওঝা। তাঁর দাবি, দল…

mamata banerjee anubrata mandal

বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) শিবিরে দলত্যাগ শুরু। দল ছাড়ার কথা ঘোষণা করলেন কেষ্ট ঘনিষ্ঠ বিপ্লব ওঝা। তাঁর দাবি, দল একদমই যোগাযোগ রাখেনা। গত এক বছর ধরে কোনও কর্মসূচিতে ডাক পাননি৷ এই কারণ দেখিয়ে তৃণমূল ছাড়লেন বীরভূমের জেলা তৃণমূলের সহ সভাপতি বিপ্লব ওঝা।

Advertisements

অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লব ওঝা জানান, তিনি তৃণমূল ছাড়ছেন৷ বিজেপিতে যোগদান করার বিষয়ে স্পষ্ট জানাননি। তিনি বলেন, আমি গত এক বছর ধরে দেখছি তৃণমূলের কোনও কর্মসূচি হলে আমায় ডাকা হয় না। আমায় বাদ রেখেই সমস্ত কর্মসূচি করা হচ্ছে। আমি মানুষের সঙ্গে চলার লোক। আমার মনে হয়েছে যেটা হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না৷ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি।

   

বীরভূমে অনুব্রত মণ্ডলের হাত ধরেই রাজনীতি শুরু করেছিলেন বিপ্লব ওঝা৷ এরপর নলহাটি পুরসভার চেয়ারম্যান হন তিনি। গোরু পাচার মামলায় কেষ্টকে নিয়ে ইডির টানাপোড়েন চলছে। দুবরাজপুরের ঘটনায় জেলবন্দী কেষ্ট৷ এরই মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ নেতার দলত্যাগ তৃণমূলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

জেলা তৃণমূল জানাচ্ছে, বিপ্লব ওঝার দলত্যাগ চিঠি পেলেই আগামী দিনে পদক্ষেপ নেবেন। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বিপ্লব ওঝার মতো নেতার দলবদল বীরভূম জেলা তৃণমূলের জন্য বিড়ম্বনার কারণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিপ্লব ওঝা হতে পারে বিজেপির বাজি। জল্পনা তুঙ্গে।