Bharat Bandh: ‘ঢেউ উঠছে…’ মাঝ সাগরে জাহাজে-জাহাজে নাবিকদের বনধ সমর্থন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতায় বিভিন্ন কেন্দ্রীভূত শ্রমিক ও কৃষক সংগঠন ৪৮ ঘণ্টা বনধ চলছে। এই বনধকে (Bharat Bandh) সমর্থন করছে সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল।

সোমবার বনধের প্রথম দিনে ব্যাংক, বিমা, মেডিকেল রিপ্রেজেনটিভ, সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। এছাড়া বিভিন্ন রাজ্যে পথ অবরোধ হয়। বনধের প্রভাব পড়ে।

   

এবারের বনধে সামিল ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলির নাবিক, শ্রমিকরা। দুনিয়া জুড়ে ভাসতে থাকা সাগর মহাসাগরে ভারতীয় জাহাজে বনধ সমর্থনে পিকেটিং করেন নাবিকরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বনধের পক্ষে নাবিকদের অংশগ্রহণের এমন ছবি আগে আসেনি।

দেশের পূর্ব ও পশ্চিম উপকূলের বিভিন্ন বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলিতে নাবিকরা নিজেদের মতো কর্মবিরতিতে অংশ নেন। বনধের আহ্বান জানানো কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বরা নাবিকদের এই ভূমিকাকে অভিনন্দন জানান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন