বাইরনকে ‘মীরজাফর বিশ্বাস’ বলে কটাক্ষ সুকান্তর

বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ায় তাকে ‘মীরজাফর বিশ্বাস’ বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। বিজেপিকে বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা হয়নি।ওনাকে আরও অভিজ্ঞতা অর্জন করতে মঙ্গলবার…

বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ায় তাকে ‘মীরজাফর বিশ্বাস’ বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। বিজেপিকে বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা হয়নি।ওনাকে আরও অভিজ্ঞতা অর্জন করতে মঙ্গলবার এনজেপি স্টেশনে নেমে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisements

মঙ্গলবার সকালে কলকাতা থেকে এনজেপি স্টেশনে নামেন সুকান্ত মজুমদার।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি।বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান করা নিয়েও মন্তব্য করেন।তাকে মীরজাফর বিশ্বাস বলে কটাক্ষ করেন।

   

সুকান্ত মজুমদার বলেন, আমি আগেই বলেছিলাম বাইরন বিশ্বাস জয়ের পর কতদিনের মধ্যে তৃণমূলে যাবে সেটা অধীর দাও বলতে পারবে না।এরপর তাই হল।এর পাশাপাশি একাধিক বিষয়ে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক ও বাম-কংগ্রেস জোটের নেতা বাইরন বিশ্বাস (Byron Biswas) সোমবার জোগ দেন তৃণমূলে। জোটপন্থী বাম-কংগ্রেস নেতাদের ‘দাগা’ দিয়ে বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান প্রবল আলোড়ন ফেলেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি আসন ফের তৃণমূল কব্জায়।সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাইরন বিশ্বাস তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

সাগরদিঘি উপির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে চূড়ান্ত পরাজয় হয়েছিল তৃ়নমূল কংগ্রেসের। জয়ের তিন মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে সামিল হলেন বাইরন বিশ্বাস।