কনভয়ে গাড়ির ধাক্কা! মাথায় গুরুতর চোট পেলেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। আজ, বুধবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তৃণমূল সূত্রে খবর, বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রামের বাদু রোডে তৃণমূল কার্যালয়ে যাওয়ার পথে কাকলির কনভয়ে এসে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি গাড়ি। এর ফলে মাথায় চোট পান তিনি। তাঁকে বারাসত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার ফলে কাকলির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূল সাংসদের গাড়ির ডানদিকের পিছনের দিকের দরজার বেশ কিছুটা অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ির চালকের সঙ্গে কথা বলা হবে। এই ঘটনার পিছনে অন্য কোনও অভিসন্ধি আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
কাকলির আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার পরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, কাকলির মাথায় আইস ব্যাগ দিয়ে শুশ্রুষা করছেন এক মহিলা নিরাপত্তাকর্মী।
২০০৯ সালে তৃণমূলের টিকিটে বারাসত লোকসভা থেকে জিতে প্রথম সাংসদ হন কাকলি ঘোষ দস্তিদার। ২০১৪ এবং ২০১৯ সালেও তৃণমূলের টিকিটে সাংসদ হন কাকলি। এবারেও বারাসত থেকে কাকলিকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। আরজিকর মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েন কাকলি। লন্ডনের কিংস কলেজ থেকে ডিপ্লোমাও করেছেন তৃণমূলের বিদায়ী সাংসদ।