Amit Shah: সংগঠন নড়বড়ে, টোটকা দিতে ফের রাজ্যে শাহ

কলকাতা: রাজ্যে বিজেপি বিরোধী দল। তবে দলীয় সংগঠন জেলায় জেলায় ভাঙছে তার সাংগঠনিক রিপোর্ট বারবার পাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে বিজেপি অলিখিত…

Amit shah in kolkata for BJP rally

short-samachar

কলকাতা: রাজ্যে বিজেপি বিরোধী দল। তবে দলীয় সংগঠন জেলায় জেলায় ভাঙছে তার সাংগঠনিক রিপোর্ট বারবার পাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে বিজেপি অলিখিত উদ্যোক্তা হলেও অনুষ্ঠান ফ্লপ করে। ইতিমধ্যেই রিপোর্ট গেছে রাম মন্দির নিয়ে যতটা উন্মাদনা বাংলায় তোলার কথা ছিল তা হয়নি। নিম্নস্তরে দুধকুমার মণ্ডলের মতো পুরনো বিজেপি নেতারা রাজ্য নেতাদের উপর ক্ষিপ্ত। শিয়রে লোকসভা ভোট। শাহ (Amit Shah) টার্গেট দিয়েছেন ৩৫টি আসন। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি ফের রাজ্য সফরে।

   

এখন প্রতিটি রাজনৈতিক দলের পাখির চোখ লোকসভা নির্বাচন৷ তাই নিজেদের খুঁটি সাজাতে ব্যস্ত শাসক-বিরোধী৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের দলকে এরাজ্যে জায়গা করাতে ফের বঙ্গ সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিজেপি সূত্রে খবর, ২৮ জানুয়ারি অর্থাৎ রবিবার রাতে কলকাতায় পা রাখবেন তিনি৷

ওই দিন কলকাতার পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন অমিত শাহ৷ এরপর সোমবার অর্থাৎ ২৯ জানুয়ারি সকালে বেরিয়ে যাবেন পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে৷ সেখানে মেচেদায় সভা করবেন শাহ৷ এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে৷ সেখান থেকে ফের তিনি ফিরবেন কলকাতা৷ সায়েন্স সিটিতে দলীয় সভা যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউটাউনের হোটেলে রাজ্য নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন৷ সোমবার রাতেই ফিরে যাওয়ার কথা শাহর৷ শুধু পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ৷ অমিত শাহর বঙ্গ সফরসূচি চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে গিয়েছে রাজ্য বিজেপি শিবিরে৷