একটানা ৩ হাজার ৭৩১ বার দড়ি লাফ। এই প্রথম বার নয়, দ্বিতীয় বারও একটানা দড়ি লাফিয়ে গিনিস ওয়াল্ড রেকর্ড(World record) বুকে নাম তুললেন ৩৫ বয়সী ফিলিপাইনের রিয়ান অ্যালোনজো।
Advertisements
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এর তরফ থেকে টুইট করে বলা হয়েছে, ফিলিপাইনের রিয়ান অ্যালোনজো একটানা ৩ হাজার ৭৩১ ভাগ দড়ি লাভ দিয়ে দ্বিতীয়বারের মতো পৃথিবীর সবচেয়ে বেশি দড়ি লাফের খেতাব দিতে নিয়েছে। একটানা এতবার দড়ি লাফিয়ে তিনি এখন বিশ্বের সেরা ‘স্কিপম্যান’।
Advertisements
এর আগে সর্বোচ্চ একটানা দড়ি লাফে রেকর্ড ছিল ২ হাজার ৪০৫ বারের। ২০২১ সালে ১২ ঘন্টা লাফিয়ে ৪০,৯৮০ বার দড়ি লাফ দিয়ে রেকর্ড করেছিলেন রিয়ান। ফের একবার বিশ্বের সর্বোচ্চ দড়ি লাফের রেকর্ড এখন আবারও রিয়ানের মুকুটে।