Tuesday, October 14, 2025
HomeOffbeat Newsজোমাটো বয়ের নাচ দেখে হতবাক গোটা দুনিয়া

জোমাটো বয়ের নাচ দেখে হতবাক গোটা দুনিয়া

খাবার ডেলিভারি করে দিন যায় তার। দিনে রাতে সর্বক্ষণই ছুটছে সে । রানারের চেয়ে কম দায়িত্ব নেই তার কাঁধে। তবে তারই মাঝে জীবনে বিনোদন না থাকলে কি আর ভালো লাগে ? এই তরুণের ক্ষেত্রেও তাই ।

Advertisements

ডেলিভারি দেওয়ার মাঝে , রাস্তার মাঝেই শুরু করলেন নাচতে । নাচলেন নিজের তালে মত্ত হয়ে । খেয়াল নেই আশেপাশের । তার মাঝে কেউ একজন টুক করে ভিডিওটি করে ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শেয়ার করতে শুরু করে সাধারণ মানুষ। তার নাচ দেখে রীতিমতো হতবাক গোটা দুনিয়া।

Advertisements

তার নাচ দেখে অনেকেরই মনে হয়েছে আজ একটু খামখেয়ালি করা যেতে পারে । রোজকার জীবনে একটু মশলা মেশাতে এমন পাগলামি দেখে মুখে হাসি ফুটেছে প্রত্যেকের । আপনিও কি করতে চাইবেন এমন?

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments