Whats app: হোয়াটসঅ্যাপ আনল নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ আপডেট করার পর থেকে এলো নতুন ফিচার। চমকে দেওয়ার মতো আপডেট আনল হোয়াটসঅ্যাপ। আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ত্রিশ সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত যা এবার…

WhatsApp

হোয়াটসঅ্যাপ আপডেট করার পর থেকে এলো নতুন ফিচার। চমকে দেওয়ার মতো আপডেট আনল হোয়াটসঅ্যাপ। আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ত্রিশ সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত যা এবার থেকে এক মিনিট পর্যন্ত বাড়ানো হলো।

   

ডাব্লুএবিটাইনফো এই নিয়ে একটি তথ্য দিয়েছে। তারা এক্স হ্যান্ডেলে এই বিষয়ক একটি ভিডিও শেয়ার করে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট করেছে। আপাতত এই ফিচারটি বিটা ব্যবহারকারীদের জন্য। যারা অ্যান্ড্রয়েড ২.২৪.৭.৬ ব্যবহার করেন তারাই এই ফিচারের সুবিধা পাবেন। কোম্পানির মতে, বিটা টেস্টিং শেষ হলেই এই নতুন ফিচারটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

এর আগেও হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার নিয়ে বেশ পরীক্ষামূলক কাজ করেছে, যেমন ডিপিতে স্ক্রীনশট না নিতে পারা এবং ইদানীং হোয়াটসঅ্যাপ পেমেন্ট নিয়ে কিছু আপডেট আসবে বলেও জানা গিয়েছে।