Viral Video: বছর সত্তরের ভাঙ্গরা দেখে হতবাক নেট দুনিয়া

বয়সটা বোধ হয় শুধুই সংখ্যা। বছর ৭০ এর এই বৃদ্ধা তারই উদাহরণ । তবে বয়স যাই হোক তার বিন্দু মাত্র প্রমাণ পাওয়া যাবেনা তার শরীরে। এনার্জি হোক কিংবা ফিটনেসে, হার মানাবে যে কোন যুবক যুবতীকে। জীবনের এই পর্যায় তার কাছে প্রত্যেকটি দিন উপভোগ করাই একমাত্র মন্ত্র। সম্প্রতি ভাইরাল(viral) হওয়া এক ভিডিওতে(video) এই ছবি বারবার ধরা দিচ্ছে।

https://www.instagram.com/reel/CkeokzGhMac/?igshid=YmMyMTA2M2Y=

   

উল্লেখ্য এই বৃদ্ধাকে দেখা যাচ্ছে পারিবারিক এক অনুষ্ঠানে জোরকদমে নাচতে। নাচেই রীতিমতো টেক্কা দিচ্ছেন হাঁটুর বয়সী প্রত্যেককে। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আন্দাজ করা যায় এই বৃদ্ধা পাঞ্জাবি । 

পাঞ্জাবি গানে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে তিনি। ভিডিও ভাইরাল হতেই অবাক হয়েছে নেট দুনিয়া। যে সময় হাঁটুর ব্যাথায় ভুক্তভোগী তার বয়সী আর পাঁচজন সেই বয়সে তিনি তাক লাগিয়ে দিচ্ছেন আমজনতাকে। 

তাকে দেখে রীতিমতো নেচে উঠছে ৮ থেকে ৮০র মন। তিনিই শেখাচ্ছেন সকলকে যে মনোবলটাই সব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন