Cobra: হেলমেট খুলতেই বিশাল গোখরো মারল ছোবল, তারপর ?

এক ব্যক্তি বাইক নিয়ে বেরোবে, সেই মুহূর্তে এসে হেলমেট পরতে গিয়ে তার মধ্যে থেকে বেরিয়ে আসল এক বিশাল (Cobra) গোখরো। ছোবল মারল।

Advertisements

ওই ব্যক্তির নাম দেব শ্রেষ্ঠ  ইনস্টাগ্রামে গোটা ঘটনাটির ছোট ভিডিও পোস্ট করেছেন। এটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি একটি ছোট ক্লিপ। কিন্তু এটি দেখলেই আপনার মেরুদন্ড ঠাণ্ডা হয়ে যাবে।

ভিডিওতে সাপটিকে হেলমেটের ভিতরে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে। এবং কিছুক্ষণ পরে গোখরো ফোঁস করে ওঠে। ঘটনাটি ঠিক কোথায় হয়েছে এ বিষয়ে কোনো তথ্য অনলাইনে পাওয়া যায়নি।  ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে। এবং এটি এখন পর্যন্ত 4 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

Advertisements

গত মাসে, ভারতীয় বন পরিষেবা (IFS) আধিকারিক সুশান্ত নন্দা অনুরূপ একটি ঘটনার ভিডিও শেয়ার করেছেন। যেখানে একটি মহিলার জুতোর ভিতরে একটি শিশু গোখরো দেখা গিয়েছিল৷ সাপটি ক্যামেরায় ধরা পড়েছিল এটি তার ফণা উঁচিয়ে, ফোঁস করে। এমনকি ঘটনার চিত্রগ্রহণকারী ব্যক্তিকে আক্রমণ করার চেষ্টা করেছিল। সুশান্ত নন্দা পোস্টটির ক্যাপশন দিয়েছিলেন ,”কোবরা নতুন জুতো চেষ্টা করছে”।