Tuesday, October 14, 2025
HomeWorldBangladeshValentine Day: কোটি কোটি টাকার গোলাপ বিক্রি করে বাংলাদেশের গোলাপগ্রাম

Valentine Day: কোটি কোটি টাকার গোলাপ বিক্রি করে বাংলাদেশের গোলাপগ্রাম

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভ্যালেন্টাইনস ডে (Valentine Day)। ভালোবাসার দিন হিসেবে এটি পরিচিত। এমন দিনে বিশেষ চাহিদা থাকে গোলাপের। সেই চাহিদা আকাশছোঁয়া। বাংলাদেশের গোলাপগ্রাম (Golapgram) এমনই এক এলাকা যেখানে গোলাপ দেখতে অনেকেই যান। গোলাপ বদলে দিয়েছে এখানকার অর্থনীতি।গোলাপগ্রামের গোলাপ বিক্রি কোটি কোটি টাকার। সর্বশেষ হিসেব আসছে, প্রায় কুড়ি কোটি টাকার গোলাপ বিক্রি হয় এখান থেকে।

Advertisements

আরও পড়ুন: Valentine Day: ভালোবাসা দিবসে VI নির্বাচিত গ্রাহকদের দেবে রুপো, ৫০০০ টাকা জেতার সুযোগ

Advertisements

বাংলাদেশের গোলাপগ্রাম সামাজিক গণমাধ্যমে বিশেষ আলোচিত। অপরূপ সৌন্দর্যে ঘেরা সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামটি ঘিরে গোলাপ চাষ হয়। বেশিরভাগই গোলাপ বাগান। তাই এটি গোলাপগ্রাম নামে পরিচিত। এই নাম দিয়েছেন দর্শনার্থীরাই। প্রতিদিন গোলাপ বাগান দেখতে আসেন হাজারো দর্শনার্থী।

আরও পড়ুন: Valentine’s Day gift: ভালোবাসা দিবসের আগে কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

এই অঞ্চলের ফুল চাষিদের কদর পুরো বাংলাদেশ জুড়ে। বিরুলিয়ার প্রায় দেড় হাজার চাষি গোলাপ ও বিভিন্ন ফুলের চাষ করেন।বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। গোলাপ বিক্রির জন্য গড়ে উঠেছে ফুলের বাজার। প্রতিদিন লাখ টাকার ফুল বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা ও পাইকাররা এসব ফুল কিনে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যান।

এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ