কথাতেই আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সকলে এটাই বলছেন। এমনিতে তীব্র তাপদাহে পুড়ছে দেশের বহু রাজ্য। বাড়ি থেকে বাইরে বেরোলেই যেন গায়ের রোদের ছ্যাঁকা লাগছে। তবে এবার এই গরমের হাত থেকে রেহাই পেতে একটি স্কুলে বিরাট বন্দোবস্ত করা হল, যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুলের মধ্যেই আস্ত একটি মিনি স্যুইমিং পুল বানিয়ে দেওয়া হয়েছে। আর সেই স্যুইমিং পুলের মধ্যে কচিকাচারা শান্তির ডুব দিচ্ছে। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি kolkata24x7.in । সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, অভিনব ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের একটি সরকারি স্কুলে। ভিডিও-র ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘তাপপ্রবাহের কারণে স্কুলে পড়ুয়াদের দেখা নেই স্কুলগুলিতে। এহেন অবস্থায়, শিক্ষার্থীদের উপস্থিতি বজায় রাখতে উত্তরপ্রদেশের কনৌজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাস রুমকে স্যুইমিং পুলে পরিণত করা হয়েছে।’
🚨 A classroom in Uttar Pradesh’s Kannauj government primary school was turned into a swimming pool for students, to maintain attendance of students who were missing on school due to crop harvest and heat wave. pic.twitter.com/LnbezMQNrn
— Indian Tech & Infra (@IndianTechGuide) May 1, 2024
দেশের বহু রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই রয়েছে। আবার কিছু জায়গায় বৃষ্টি, তুষারপাতও হচ্ছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহারে তীব্র তাপপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকবে। একই সঙ্গে পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে ১ মে পর্যন্ত ঝোড়ো হাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর বলছে, ৪ মে দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ এবং জম্মু-কাশ্মীরের কোথাও কোথাও ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উত্তরাখণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।