Viral Video: একটু অন্যভাবে নিজের বিয়ের আনন্দ পালন করতে গিয়ে বিপাকে পড়ল এক নববধূ। ঘটনাটি উত্তর প্রদেশের। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ট্যুইটারে যেখানে দেখা যাচ্ছে এক নববধূ বেয়ার সাজে ৪-চাকার গাড়ির হুডের উপর বসে রয়েছে। মহিলার নাম ভার্তিকা চৌধুরী।
Advertisements
তবে তার এই কীর্তি উত্তর প্রদেশের পুলিশের নজরে পড়তেই একেবারে থামিয়ে দেওয়া হয়। জানা যায় ভার্তিকা এই স্টান্ট শ্যুট করছিল তার সোশ্যাল মিডিয়ার রিলের জন্য। তাকে ১৫,৫০০ টাকা জরিমানাও করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য ভার্তিকাকে চালান দেওয়া হয়।
বিজ্ঞাপন
পরনে লেহেঙ্গা পড়ে মহিলাকে একেবারে গাড়ির বনেটের উপর দেখা যায়।