Dubai: আমিরি মেজাজের দুবাই, কার্ড পাঞ্চ করলেই মেশিন দেবে সোনা

বিলাসে ও আভিজাত্যে অতুলনীয়। আপামর বিশ্বের কাছে স্বপ্নপুরীসম সবথেকে ধনী দেশের নাম বললে মাথায় আগে আসে সংযুক্ত আরব আমিরশাহির নাম। অফুরন্ত তেলের খনি, প্রাচুর্য ও…

Dubai: আমিরি মেজাজের দুবাই, কার্ড পাঞ্চ করলেই মেশিন দেবে সোনা

বিলাসে ও আভিজাত্যে অতুলনীয়। আপামর বিশ্বের কাছে স্বপ্নপুরীসম সবথেকে ধনী দেশের নাম বললে মাথায় আগে আসে সংযুক্ত আরব আমিরশাহির নাম। অফুরন্ত তেলের খনি, প্রাচুর্য ও বৈভবের সংমিশ্রণে তৈরি এই দেশ যেন পৃথিবীর বুকে স্বপ্নপুরী। আজ আপনাদের জন্য রইল আরব আমিরশাহির দুবাই শহরের কিছু অজানা ও আজব তথ্য, যা পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না।

সারা বিশ্বে দুবাই নাম করেছে উঁচু উঁচু বিল্ডিং, দামী দামী গাড়ি, সেখানকার মানুষদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। বিশ্বের অধিকাংশ মানুষ মনে করেন দুবাই একটি দেশ। কিন্তু আসলে এটি সংযুক্ত আরব আমিরাতের একটি জনবহুল শহর। বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটি হল বুর্জ খালিফা, যেটি দুবাইতে অবস্থিত। দুবাইতে অবস্থিত বিশ্বের সবচেয়ে তৃতীয় উঁচু হোটেল হল বুর্জ আল আরব। কিন্তু জেনে অবাক হবেন হাজার ১৯৭০ সালে এই জায়গাটি সম্পূর্ণ মরুভূমি ছিল। মাত্র কয়েক বছরে মরুভূমি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম সুন্দর একটি শহরে।

আমরা জানি এটিএম মেশিন থেকে টাকা তোলা হয়। কিন্তু দুবাই এটিএম মেশিন থেকে শুধু টাকাই নয় সোনাও বের হয়। এটিকে গোল্ড এটিএমও বলা হয়। দুবাইয়ের একটি শপিংমলে প্রথম এই মেশিনটি চালু করা হয়। এই মেশিন থেকে সোনার কয়েন সোনার বিস্কুট এবং বিভিন্ন গয়না বের হয়

পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল দুবাইতেই দেখা যায়। দুবাইয়ের রাস্তাঘাট উন্নত সেই জন্য দুবাইয়ের রাস্তায় সবসময় দামী দামী গাড়িও দেখতে পাওয়া যায়। যেমন ল্যাম্বরগিনি, ফেরারি, বিএমডাব্লিউ ইত্যাদি। এমনকি দুবাইয়ের পুলিশ প্রশাসনও এইসব গাড়ি ব্যবহার করে। পুলিশের এইসব দামী গাড়ি দেওয়ার কারণ হচ্ছে যেন তারা দ্রুত অপরাধীদের ধরতে পারে।

যেখানে অন্য দেশে দু একটা স্টেশন তৈরি করতে বছরের পর বছর লেগে যায় সেখানে দুবাইয়ে মাত্র ১৮ মাসে ৪২ টা মেট্রো স্টেশন তৈরি হয়েছে । দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট।

Advertisements

দুবাইকে বালির শহর বলা হয়, প্রচুর পরিমাণে বালি থাকার কারণে সেখানে উটও চলতে দেখা যায়। সেখানকার সাধারণ মানুষজন প্রায় উটের মাধ্যমে যাতায়াত করেন। দুবাইয়ের ধনী শেখরা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসে। সিংহ এবং চিতা বাঘ তাদের নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন।

পৃথিবীর সব থেকে বেশি অট্টালিকা তৈরি হয় দুবাইতে, আবার সবথেকে বেশি তেলের খনন হয় দুবাইতে। তাই ধারণা করা হয় পৃথিবীর ২৫ শতাংশ ক্রেন ব্যবহার করা হয় এই দুবাইতে। দুবাইতে বেশ কিছু কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে। সেগুলি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে বালি। বুর্জ খালিফা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হলেও টাওয়ার অফ ক্রিক হারবার নামে দুবাই বুর্জ খালিফার চেয়ে উঁচু বিল্ডিং বানাতে চলেছে। যদিও সেটির কাজ বর্তমানে স্থগিত। ইসলামিক দেশ হওয়ায় পাবলিক প্লেসে অ্যালকোহল পান করা নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও দুবাইয়ে অপরাধের মাত্রা অনেকটাই কম। ব্যবসা-বাণিজ্যের জন্য দুবাই একটি বিশেষ শহর। তাই অধিকাংশ মানুষ কাজকর্মের জন্য দুবাই আসেন। জেনে অবাক হবেন দুবাইয়ে মাত্র কুড়ি শতাংশ জনগণ দুবাইয়ের স্থানীয় মানুষ বাকি ৮০ শতাংশ মানুষই অন্য দেশের। অধিকাংশ মানুষ মনে করেন দুবাইয়ে অর্থনীতি পুরোপুরি তেলের উপর নির্ভরশীল। কিন্তু আসলে শুধু তেল থেকে নয় দুবাইয়ের বেশ অনেকটা আয় আসে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্প থেকে।