HomeOffbeat Newsভারতের একমাত্র এই রেল পরিষেবায় টিকিট ছাড়া ভ্রমণ বৈধ

ভারতের একমাত্র এই রেল পরিষেবায় টিকিট ছাড়া ভ্রমণ বৈধ

- Advertisement -

এক কথায় ভারতীয় রেলকে ভারতের লাইফ লাইন বলা যায়। কারণ ভারতীয় রেল প্রতিদিন প্রায় কয়েক লক্ষ যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গাই পৌঁছে দেয়। শুধু তাই নয়, যাত্রী পরিষেবার পাশাপাশি মাল পরিবহনেও সমান ভাবে কাজ করে ভারতীয় রেল। স্বাধীনতার আগে থেকেই ঠিক একই ভাবে পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। আর যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য প্রায় প্রতিদিনই নতুন পন্থা অবলম্বন করছে রেল। বর্তমানে ভারতের কাছে রয়েছে বন্দে ভারতের মতো সেমি বুলেট ট্রেন, যার সাহায্যে মানুষ অল্প সময়ের মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে।

বড়লোক থেকে দিন মজুর সকলেরই প্রথম পছন্দ ভারতীয় রেল। তবে জানেন কি ভারতের মধ্যেই রয়েছে এমন এক রেল পরিষেবা যাতে যাতায়াতের জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হবে না। অর্থাৎ, সম্পূর্ণ বিনামূল্যে এই যাত্রা। আমরা সকলেই জানি ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ একেবারেই বৈধ।

   

ভারতের পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের সীমান্ত এলাকায় রয়েছে নেহরা নাঙাল ভ্যাম। মাত্র ১৩ কিলোমিটার এই রাস্তায় চলে এই বিশেষ ট্রেন। মূলত প্রথম দিকে ভ্যাম নির্মাণের যন্ত্রপাতি এবং কর্মী নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল এই রুট।

তবে ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকদের ভিড়। বর্তমানে পর্যটক ছাড়াও প্রায় ২৫টি গ্রামের মানুষ এই রেল পথের ওপর নির্ভরশীল। ১৯৬৩ সালে ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড এই রেল পথের বিস্তর করে, তারপর থেকে আজ পর্যন্ত একই ভাবে বিনা টিকিট যাত্রা করছেন বহু মানুষ। যদিও ২০১০ সালের নাগাদ এই পরিষেবা বন্ধের কথা ভেবেছিলেন ভাকরা বিয়স ম্যানেজমেন্ট বোর্ড, কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে পুনরায় চালু করা হয় পরিষেবা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular